দল হারলেও বল হাতে শরিফুলের ঝলক
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দারুণ খেলেছেন শরিফুল ইসলাম। যদিও ম্যাচ হেরেছে তার দল ক্যান্ডি ফ্যালকন্স। গল মার্ভেলসের কাছে আজ রোববার (৭ জুলাই) ছয় উইকেটে হেরেছে ক্যান্ডি। বিফলে গিয়েছে ওয়ানিন্দু হাসারাঙা ও আন্দ্রে ফ্লেচারের অর্ধশতক।
আগে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে ১৭৫ রান তোলে ক্যান্ডি। জবাবে ১৭.১ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৬ রান করে গল। চার ওভারে ৩২ রানের বিনিময়ে দুই উইকেট শিকার করেন শরিফুল।
ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে ক্যান্ডির পক্ষে অধিনায়ক হাসারাঙা খেলেন ৩২ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস। ঝড়ো ইনিংসটি সাজানো ছিল সাতটি চার ও তিন ছক্কায়। এর আগে ওপেনার ফ্লেচারের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৫০ রান। এই দুজনের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় ক্যান্ডি।
ভালো সংগ্রহ নিয়েও ম্যাচ জিততে পারেনি দলটি। ক্যান্ডির বোলাররা দলকে সেভাবে মোমেন্টাম এনে দিতে পারেনি। অথচ, প্রথম ওভারেই উইকেট এনে দেন শরিফুল। বাংলাদেশি পেসার ফেরান গল অধিনায়ক নিরোশান ডিকওয়েলাকে। তবে, অ্যালেক্স হেলস ঝড়ো সংগ্রহ এনে দেন গলকে। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৮ রান।
হেলস ফিরে গেলেও টিম শেইফার্টের ব্যাটে অনায়াসে জয়ের বন্দরে নোঙর করে গল। ৪৯ বলে ১১টি চার ও দুই ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। মাঝে ভানুকা রাজাপাকসেকে বোল্ড করে ম্যাচ কিছুটা জমিয়ে তোলেন শরিফুল। বাকিদের ব্যর্থতায় ঢাকা পড়ে সেটি।