পাকিস্তান ছাড়ার আগে শরিফুলকে কী বলেছিলেন সাকিব?
দেশ ছাড়ার আগেও বাংলাদেশ দল ভাবতে পারেনি, পাকিস্তানে তাদের জন্য অপেক্ষা করছিল মধুর সময়। পরপর দুটি ম্যাচ জিতে পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করা, এরচেয়ে বড় প্রাপ্তি অন্তত সাদা পোশাকে বাংলাদেশ দল পায়নি। পাকিস্তান এখন আর বাংলাদেশের কাছে রূপকথা নয়।
ঐতিহাসিক সিরিজ জিতে বাংলাদেশের ক্রিকেটাররা দেশে ফিরেছেন গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে। পুরো দল একসঙ্গে আসেনি। দুই ভাগে আসা দলের আরেক অংশ আসে আজ দিনগত রাতে। তবে, দুটি ফ্লাইটের কোনোটিতেই ছিলেন না সাকিব আল হাসান। নন্দিত এই ক্রিকেটার সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে প্রবলভাবে নিন্দিত। ইতোমধ্যে মামলা হয়েছে তার বিরুদ্ধে।
পাকিস্তান সিরিজেও তিনি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে। এই সিরিজ শেষে তিনি ফের যুক্তরাষ্ট্রেই পাড়ি দিয়েছেন। কোনো কোনো সূত্র বলছে তিনি ইংল্যান্ড যাবেন। সেখানে সারের হয়ে আগামী ৯ সেপ্টেম্বর একটি কাউন্টি ম্যাচ খেলবেন। পাকিস্তান ছাড়ার আগে সতীর্থ শরিফুল ইসলামের সঙ্গে আলাপ হয় সাকিবের।
শরিফুলকে সাকিব কী বলেছিলেন, বাংলাদেশি পেসার তা জানান এনটিভি অনলাইনকে। শরিফুল বলেন, ‘সাকিব আমাকে বলেছেন, ভারত সিরিজে দেখা হবে। এই বলে তিনি কাউন্টি খেলতে চলে গেছেন। আর আমরা দেশে ফিরেছি ‘
এনটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের মানসিকতার প্রশংসা করেন শরিফুল। তিনি জানান, চলমান পরিস্থিতির প্রভাব সাকিবের ওপর পড়লেও মাঠে সাকিব মানসিকভাবে বেশ শক্ত থাকেন।