চোখ জুড়ানো দুই গোলে স্পেনের লিড
ইউরোপের ঐতিহ্যবাহী দুই দল ফ্রান্স-স্পেন মুখোমুখি হওয়া মানেই যেন দর্শকদের মনের প্রশান্তি মেটা। বড় মঞ্চে দুদলের লড়াইটাও হয় হাড্ডাহাড্ডি। তার প্রমাণ মিলছে সেমিতে। ম্যাচের শুরুতে ফ্রান্স এগিয়ে গেলেও বিশ মিনিটের মাথায় সমতায় ফিরেছে স্পেন।
আজ বুধবার (১০ জুলাই) জার্মানির মিউনিখ ফুটবল এরিনাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল স্পেন। দ্বিতীয় মিনিটেই সুযোগ পেয়েছিল স্পেন। তবে ফ্যাবিয়ান রুইজ ক্রস করলেও অপরপ্রান্তে কেউ ছিল না। পঞ্চম মিনিটে অসাধারণ এক ক্রসে ইয়ামালের ভাসিয়ে দেওয়া বলে লাফিয়ে উঠে হেড করেন রুইজ। তবে, এবারও দলকে এগিয়ে নিতে পারেননি তিনি।
তবে, বল দখলে পিছিয়ে থাকলেও ম্যাচের অষ্টম মিনিটে কিলিয়ান এমবাপ্পের দারুণ ক্রসে কোলো মুয়ানি মাপা হেডে দলকে এগিয়ে নেন। ম্যাচের ১৮তম মিনিটে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ফ্রান্স। তবে এমবাপ্পের জোরালো শট ঠেকিয়ে দলকে রক্ষা করে রক্ষনভাগের খেলোয়াড়। তবে, সমতায় ফিরতে সময় লাগেনি স্পেনের। ম্যাচের ২০তম মিনিটে ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে অবিশ্বাস্য শটে বল জালে জড়ান তরুণ লামিন ইয়ামাল।
কে জানত প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগবে না স্পেনের। ম্যাচের ২৫তম মিনিটে ডি-বক্সের ভেতর ঢুকে তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গড়ানো শটে বল জালে জড়ান ওলমো।
আন্তর্জাতিক মঞ্চে এর আগে মোট ৩৬ বার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী স্পেন ও ফ্রান্স। সেখানে জয়ের পাল্লা ভারী স্প্যানিশদের পক্ষে। তাদের ১৬টি জয়ের বিপরীতে ফরাসিরা শেষ হাসি হেসেছে ১৩টি ম্যাচে। বাকি সাতটি লড়াই হয়েছে ড্র।