চূড়ান্ত দুই ফাইনালিস্ট, কবে হচ্ছে ইউরোর ফাইনাল?
গত এক মাস ধরে ফুটবলের মন্ত্রে বুঁদ করে রেখেছিল ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। এবার বাজছে শেষের বাঁশি। আর মাত্র একটি ম্যাচ। এরপরই নির্ধারণ হয়ে যাবে কে হবে এবারের ইউরোপ সেরা!
ইউরোর ফাইনালে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে দুদল। প্রথম সেমিতে ফ্রান্সকে কাঁদিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসের স্বপ্নযাত্রা থামিয়ে শিরোপা মঞ্চে উঠেছে ইংল্যান্ড।
এবার অপেক্ষা ফাইনাল মহারণের। যা গড়াবে আগামী ১৪ জুলাই। আগামী রোববার দিনগত রাতে জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে ইউরোপের সেরা হওয়ার মিশনে নামবে স্পেন ও ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিনগত রাত ১টায়।
এবারের আসরে দারুণ ছন্দে ছুটছে স্পেন। শেষ ২০১২ সালে শিরোপার দেখা পাওয়া স্পেনিশরা আবারও স্বপ্ন দেখছে সেরা হওয়ার। গ্রুপ পর্বে তারা একে একে ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়ার বিপক্ষে জয় তুলে নেয়। এরপর শেষ ষোলোতে হারায় রূপকথার গল্প লিখা জর্জিয়াকে। ম্যাচটিতে জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে স্পেন পায় শেষ আটের টিকেট। কোয়ার্টার ফাইনালে স্প্যানিশরা থামিয়ে দেয় জার্মানিদের। স্বাগতিকদের বিদায় করে শেষ চারে উঠে স্পেন। সেখানে থামায় ফ্রান্সকে। এবার ফাইনালে ইংল্যান্ডকে থামাতে পারে কিনা সেটাই দেখার।
অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে ইংল্যান্ড। ইউরোর সবশেষ আসরেও তারা ফাইনাল খেলে। কিন্তু টাইব্রেকারে ইতালির কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের। এবার তারাও চাইবে তাদের আক্ষেপ মেটাতে।