ফুটবলকে শেষ করে দিচ্ছে ভিএআর : ডাচ কোচ
আধুনিক জমানায় ফুটবলেও এসেছে প্রযুক্তির ছোঁয়া। যার অন্যতম সংযোজন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। যে প্রযুক্তিতে মাঠে অফসাইডসহ নানা দিক দেখা হয় ভিডিওর মাধ্যমে। ভিএআরের সঙ্গে পরিচিত সবাই। প্রায় প্রতি ম্যাচেই কোনো না কোনো কারণে এই পদ্ধতির দ্বারস্থ হন মাঠে থাকা মূল রেফারি।
ভিএআর প্রযুক্তি নিয়ে অবশ্য নাখোশ নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান। ডাচ কোচের মতে, ভিএআরের কারণে ধ্বংস হচ্ছে ফুটবল। ইউরোতে নেদারল্যান্ডস-ইংল্যান্ড ম্যাচের পর আজ বৃহস্পতিবার (১১ জুলাই) উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। উয়েফার বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেদারল্যান্ডস হারে ২-১ গোলে। ৯১ মিনিটে হ্যারি কেইন ইংল্যান্ডের পক্ষে পেনাল্টিতে গোল করেন। ভিএআরের মাধ্যমে নিজের সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। সেই প্রসঙ্গেই মূলত ফুটবল ধ্বংসের কথাটি টানেন কোম্যান।
ডাচ কোচ বলেন, ‘ভিএআর ফুটবলকে ধ্বংস করছে। এটি পেনাল্টি (হ্যারি কেইনের) ছিল না। আমাদের ডিফেন্ডার কেবল বলটি আটকাতে চেয়েছিল। এ ধরনের সিদ্ধান্ত, বিশেষত গুরুত্বপূর্ণ সময়ে, খেলার সৌন্দর্য নষ্ট করে। এভাবে ফুটবল ধ্বংস হয়ে যাচ্ছে।’
ইউরোর দ্বিতীয় সেমি ফাইনালে আজ ডাচদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন।