কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে হৃদয়-শরিফুল
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন দুই তরুণ ক্রিকেটার।
দুজনেই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আজ মঙ্গলবার (১৬ জুলাই) পোস্ট করেন। দুজনই চান কোনো রক্তপাত ও সংঘাত না হোক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশি ব্যাটার হৃদয় লেখেন– ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’
পেসার শরিফুল ইসলাম সবাইকে সালাম জানিয়ে তার বার্তায় লিখেছেন– ‘আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’ শেষে হৃদয় ভাঙার দুটি ইমোজি দিয়েছেন।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটেছে। আজও অব্যাহত রয়েছে আন্দোলন কর্মসূচি। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। ফলে, রাজধানীর অধিকাংশ এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।