ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নারী এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। আজ শুক্রবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতে ভারতকে বোলিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
আসরে নিজেদের শুরুটা হয়েছিল হতাশাজনক। সেই হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। টানা দুই জয় নিয়ে নিশ্চিত করেছে নারী এশিয়া কাপের সেমিফাইনাল। এবার ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে সেমিতে মাঠে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
বরাবরই আসরের হট ফেভারিটদের তালিকায় নাম থাকে ভারতের। এবারও ব্যতিক্রম নয়। তবে, শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েই ফাইনালে যেতে মরিয়া বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, ঋতু মনি, রাবেয়া খাতুন, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম ও মারুফা আক্তার।
ভারত একাদশ:
শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রী, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, পূজা ভস্ত্রাকার, রাধা যাদব, তনুজা কানওয়ার ও রেণুকা সিং।