শুরুর তিক্ততা ভুলে জয়ের দেখা পেল রিয়াল
মৌসুমের শুরুটা মোটেই ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। লিগা শিরোপা ধরে রাখার অভিযানের শুরুর ম্যাচে মার্কোর মাঠে পয়েন্ট হারিয়ে নতুন মৌসুম শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সেই তিক্ততা কাটিয়ে উঠল দ্বিতীয় ম্যাচেই। ঘরের মাঠে ম্যাচ ফিরতেই দাপুটে ম্যাচে জয়ের দেখা পেল কার্লো আনচেলত্তির দল।
রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে গতকাল রোববার রাতে লা লিগার ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছে রিয়াল। জয়ের ম্যাচে গোল করেছেন ফেদেরিকো ভালভের্দে, দিয়াস ও এন্দ্রিক।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের পুরোটা দাপট দেখালেও প্রথমার্ধে জালের দেখা পায়নি রিয়াল। সবগুলো গোলই আসে বিরতির পর। তবে পুরো ম্যাচে ৬৪ ভাগ সময় বল দখলে রেখে ১৭ বার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্যে তিনটিতে গোল আদায় করে নিয়ে দারুণ জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।
এদিন ম্যাচের প্রথম গোল আসে ৫০তম মিনিটে। সেখানে অবশ্য ভালভের্দের পাশাপাশি ভূমিকা ছিল প্রতিপক্ষের খেলোয়াড়েরও। তার নিচু ফ্রি-কিক প্রতিপক্ষের একজনের পায়ে লাগলে গোল পেয়ে যায় রিয়াল।
পরের দুটি গোল আসে শেষ দিকে। একটি ৮৮তম মিনিটে আরেকটি যোগ করা সময়ে। ৮৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াস। এরপর তৃতীয় গোল করে স্কোরলাইন ৩-০ করেন এন্দ্রিক। তাতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।