বিশ্বকাপ বাছাইয়ে মেসিবিহীন আর্জেন্টিনার বড় জয়
বুয়েন্স আয়ার্সে লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বাছাইপর্বে কনমেবল অঞ্চলের সপ্তম রাউন্ডের ম্যাচে খেলতে নামে দলটি। ঘরের মাঠ স্তাদিও মনুমেন্টালে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। চিলিকে তারা হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে, ভাঙতে পারেননি চিলির গোলমুখ। প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্যভাবে। বিরতি থেকে ফিরেই অবশ্য নিজেদের ফিরে পায় আর্জেন্টিনা।
অ্যালোক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথম এগিয়ে যায় আর্জেন্টিনা। ঘরের মাঠের দর্শকদের আনন্দে ভাসিয়ে ৪৮ মিনিটে গোল পান ম্যাক অ্যালিস্টার। এরপর আবার লম্বা সময়ের অপেক্ষা। দুর্দান্ত সব আক্রমণ শানিয়েও গোল পাওয়া হচ্ছিল না আর্জেন্টিনা। ৮৪ মিনিটে হতাশা থেকে দলকে মুক্ত করেন হুলিয়ান আলভারেজ।
উঠতি তারকা আলভারেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ৯০ মিনিটের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে আর্জেন্টিনার পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করেন পাওলো দিবালা। সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেন এই তারকা।
এই জয়ে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে কনমেবল বা লাতিন অঞ্চলের শীর্ষে আছে আর্জেন্টিনা। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ছয় ম্যাচে ১৩।