চোট কাটিয়ে কবে ফিরছেন মাঠে, জানালেন এবাদত
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে পেসার এবাদত হোসেন। এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি তার। ভক্তদের প্রশ্ন কবে মাঠে ফিরবেন এই পেসার, সেই বিষয়ে এবাদত নিজেই মুখ খুললেন।
গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) মাঠে ফেরার বিষয়ে এবাদত বলেন, ‘অবশ্যই ফিরতে চাই, আমি তো খেলার জন্য মুখিয়ে আছি। এখন আমার ফিটনেসটা ফিরে পেতে হবে। ফিটনেসের জন্য আমার সঙ্গে স্থানীয় ট্রেনার ও ফিজিও কাজ করছেন। জাতীয় দলের ফিজিও–ম্যানেজমেন্ট যারা আছে, উনারা আমাকে প্রোগ্রাম দিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘স্থানীয় ফিজিও, ট্রেনারের সঙ্গে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। ভারতে যাওয়ার পর যদি দেখি ফিটনেস ওইভাবে পাচ্ছি, ম্যানেজমেন্ট যদি যথেষ্ট খুশি থাকে আমাকে নিয়ে এবং যদি ওইখানে খেলায় তো খেললাম। আর যদি না খেলতে পারি তাহলে বাংলাদেশে তো আমাদের ঘরোয়া ম্যাচগুলো আছে, সেগুলোয় খেলব ইনশা-আল্লাহ।’
ভারত সিরিজে খেলার খুব একটা সম্ভাবনা না থাকলেও দলের সঙ্গে তাকে যুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন এবাদত। এই বিষয়ে তিনি বলেন, ‘ভারতে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, ডাক্তার, ফিজিও, পেস বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো। বিশেষ করে বাংলাদেশ দলের পর্যবেক্ষণে থাকব। এই জিনিসটার জন্য হয়ত আমাকে নিয়ে যাবে ভারতে। ওইখানে গিয়ে আমার ফিটনেসের ব্যাপারটা পর্যবেক্ষণ করবে, কতটুকু ফিট আমি। যদি সবকিছু ঠিকঠাক মনে হয় তখন উনারা সিদ্ধান্ত নেবেন।’