বড়-ছোট ব্যাপার না, ভালো খেললে সহজে জয় আসবে : সৌম্য
টেস্ট ও ওয়ানডের পর বাংলাদেশের মিশন এবার টি-টোয়েন্টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে। ক্ষুদ্র সংস্করণকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না দল। এই সিরিজে নিজেদের ফিরে পাওয়ার প্রত্যয় লাল-সবুজের প্রতিনিধিদের।
প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ফিরে পায় সফরকারীরা। টেস্ট সিরিজ শেষ করে ১-১ সমতায়। এরপর প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বেশ আত্মবিশ্বাসী থাকলেও হতে হয় হোয়াইটওয়াশ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তিন ম্যাচের সবকটিতে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের আগে সৌম্য সরকার অবশ্য দলের ব্যাপারে ইতিবাচক। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বড় দল, তার ওপর ঘরের মাঠ। তাদের এগিয়ে রাখলেও সৌম্য মনে করেন, নিজেদের সেরাটা দিতে পারলে বাংলাদেশের জন্য জয় পাওয়া সহজ হবে।
অনুশীলনে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সৌম্য বলেন, ‘টি-টোয়েন্টিতে কারা বড় দল, কারা ছোট দল, তারচেয়ে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার ৪০ ওভার ভালো খেলবে মাঠে। সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটা বিভাগেই ভালো করতে পারি এবং দল হিসেবে খেলতে পারি, আশা করি সহজে তাদের হারাতে পারব। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে ভালো দল। আমাদের মনোযোগ দিতে হবে নিজেদের সেরাটা দেওয়ার দিকে। তাহলে আমরা ম্যাচ জিততে পারব।’