বিশেষ ক্যাপ দিয়ে সাকিবকে বরণ করে নিল সারে
বাংলার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে চষে বেড়ান এ দেশ থেকে ও দেশ। বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে খেলেছেন বিশ্বের প্রায় সব বড় টুর্নামেন্টে। এবার সাকিব নাম লেখালেন ইংলিশ কাউন্টি ক্রিকেটের দলে সারেতে।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে সারের হয়ে মাঠে নেমেছেন সাকিব। সমারসেটের বিপক্ষে চারদিনের ম্যাচটি শুরু হয়েছে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে।
ইংল্যান্ডের টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস হেরে বোলিংয়ে বোলিংয়ে নেমেছে সারে। নিজেদের একাদশে সাকিবকে নিয়েই মাঠে নেমেছে দলটি। ব্যাটে-বলের লড়াই শুরুর আগে বিশেষ ক্যাপ পরিয়ে সাকিবকে বরণ করে নিয়েছে কাউন্টি ক্রিকেটের দলটি। সেই মুহূর্তটি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছে কাউন্টি ক্রিকেটের দলটি। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের দলে আছেন ক্যারিবিয়ান তারকা কেমার রোচও।
ইংল্যান্ড টেস্ট ও আই টি-২০ দলের কারণে আটজন খেলোয়াড়কে ছাড়তে হয়েছে সারেকে। মূলত, সেই ঘাটতি পূরণে সাকিবকে নিয়েছে ক্লাবটি। এই ম্যাচ দিয়ে ভারত সিরিজের প্রস্তুতি সারবেন সাকিব। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু। সারের ম্যাচ শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
লড়াই শুরুর আগে সারের ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট বলেন, 'সাকিবের মতো একজন খেলোয়াড়কে আমাদের দলে নেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। আমাদের দুজন স্পিন অলরাউন্ডারের অভাব পূরণে তার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগবে। তিনি অভিজ্ঞ একজন তারকা। একটি সফল সিরিজ শেষ করে এসেছেন। এখন সারের জন্য কী করতে পারেন তা দেখার অপেক্ষায় আছি। আমাদের বিশ্বাস তিনি ভালো করবেন।’