নয়ডা টেস্ট : পানি নিষ্কাশন ব্যবস্থাকে দুষলেন আফগান কোচ
নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট খেলার রোমাঞ্চে বিভোর ছিল আফগানিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ডেরও চোখ ছিল ম্যাচটিতে। আসন্ন শ্রীলঙ্কা ও ভারত সিরিজের প্রস্তুতি হিসেবে ম্যাচটিকে দেখছিল কিউইরা। কিন্তু কিছুই হলো না। ভারতের নয়ডাতে হওয়ার কথা ছিল টেস্টটির। তবে, পাঁচদিন ধরে ধৈর্যের পরীক্ষা নিয়ে মাঠে গড়ায়নি একটি বলও!
গ্রেটার নয়ডায় আফগানিস্তান-নিউজ়িল্যান্ড টেস্ট ম্যাচটি শেষ পর্যন্ত মাঠেই গড়াল না। কোনো বল হওয়া তো দূর, টসও হয়নি। টেস্টের শেষ দিন এসে আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পরিত্যক্ত হলো ম্যাচটি। দীর্ঘ ২৬ বছর পর ক্রিকেটে ঘটল এমন নজির। এর আগে শেষবার ১৯৯৮ সালের ডিসেম্বরে ফয়সালাবাদে পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্টে টসই হয়নি। সেবার অবশ্য বৃষ্টি নয়, শীতের কুয়াশার কারণে মাঠে গড়ায়নি ম্যাচ। এ ছাড়া, ১৪৭ বছরের ইতিহাসে মাত্র অষ্টমবার এমন নজির দেখল টেস্ট ক্রিকেট।
প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে, আধুনিক ক্রিকেটে মাঠগুলোতে পানি নিষ্কাশনের যথেষ্ট ব্যবস্থাই আছে। আর সেটি যদি হয় ভারতে, তাহলে সর্বোচ্চ সেবাই থাকার কথা। কিন্তু, আফগান-কিউই ম্যাচের ড্রেনেজ সিস্টেম নিয়ে প্রশ্ন ও অসন্তোষের শেষ নেই। মূলত, বাজে ড্রেনেজ সিস্টেমের কারণেই ঘটেছে এমন লজ্জাজনক ব্যাপার।
ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন মতে এ বিষয়ে আজ আফগান কোচ জনাথন ট্রট বলেন, ‘কখনও কখনও আমাদের পরিস্থিতি মেনে নিতে নয়। মাঠে কিছু সাধারণ বিষয় থাকে, যেগুলো নিশ্চিত করাটা দায়িত্ব। পানি নিষ্কাশন ব্যবস্থাও এমন কিছুই। নয়ডার মাঠে তা ঠিকঠাক ছিল না। তবে, যা হওয়ার হয়েছে। এটি মেনে নিতে হবে। বেশ আগ্রহ ছিল ম্যাচকে ঘিরে। কিছুই হলো না। মাঠকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। এই ম্যাচ একটি ভালো শিক্ষা হতে পারে আগামীর জন্য।’