ভালো খেলার প্রত্যয়ে ভারত গেল ক্রিকেটাররা
আর মাত্র চার দিন। এরপরই চেন্নাইতে সাদা পোশাকে শুরু হবে বাংলাদেশ-ভারত মহারণ। দুদলের টেস্টকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভক্তদের মাঝে। তাছাড়া বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট ফর্মের কারণে অনেকেরই ধারণা এই টেস্টটিতে লড়াই হতে যাচ্ছে। সেই সিরিজকে সামনে রেখে দেশ ছেড়েছে ক্রিকেটাররা।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় চেন্নাইয়ের বিমান ধরেন নাজমুল হোসেন শান্তর টেস্ট দল। সাকিব আল হাসান ছাড়া কোচিং স্টাফ ও ১৫ ক্রিকেটার আছেন বহরে। ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি এ অলরাউন্ডার। সিরিজ শেষ করে পাকিস্তান থেকে সরাসরি লন্ডনে গিয়েছিলেন সাকিব।
দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ তারা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচদিন ভালো ক্রিকেট খেলা। কারণ বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয়। তাই শেষদিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কি ধরনের পরিকল্পনা করা প্রয়োজন, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোচের সঙ্গে কথা হয়েছে। সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন রয়েছে, তাই আশা করছি ভালো কিছুই হবে।’
টেস্ট শেষে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি হবে গোয়ালিয়রে। এরপর ৯ অক্টোবর দিল্লিতে ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।
বাংলাদেশের টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।