পিচ নিয়ে ভারতের পরিকল্পনা জানালেন হার্শা ভোগলে
বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ সবসময় চড়া থাকে। সেটা হোক আইসিসি ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক ম্যাচ। ফের একবার মুখোমুখি হওয়ার অপেক্ষায় এই দুই দল। এবার টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে খেলা। তবে, এর আগে সবচেয়ে বেশি আলোচনায় কেমন হবে চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামের উইকেট?
এই বিষয়ে কী হতে পারে ভারতের পরিকল্পনা, তাই জানালে জনপ্রিয় ভারাভাষ্যকার হার্শা ভোগলে। গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান,‘আমি মনে করি বাংলাদেশ যে ধরনের পিচে খেলে অভ্যস্ত, ভারত সেরকম পিচ প্রস্তুত করবে না। ভারত তাদের টার্নিং পিচ বানিয়ে দেবে না। কারণ এতে দুই দলের মধ্যে ব্যবধান কমে আসবে। বাংলাদেশ দলে সাকিব, মিরাজ এবং তাইজুলের মতো বেশ ভালো স্পিনার রয়েছে। বাংলাদেশে টেস্ট খেলতে গিয়ে যা ঘটেছিল তারপর ভারত এই ঝুঁকি নিতে চাইবে না।’
হার্শা আরও যোগ করেন, ‘উইকেট পেসবান্ধব হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বুমরাহ, সিরাজ, আকাশদ্বীপ, ইয়াশরা বাংলাদেশি ব্যাটারদের দিকে প্রচন্ড গতিতে বল করবেন। আর এটা মোকাবেলা করতে পারাই হবে তাদের আসল পরীক্ষা। বাংলাদেশের ব্যাটাররা কি পারবে ভারতের হাই-কোয়ালিটি পেস, বাউন্স এবং মুভমেন্টের সামনে টিকে থাকতে? যদি তারা পারেও এরপর অশ্বিন-জাদেজারা তো আছেই। ভারতের সত্যিই দুর্দান্ত একটা বোলিং লাইনআপ আছে। তবে, আমি বাংলাদেশের কাছ থেকে লড়াই দেখতে চাই।’
চেন্নাইয়ের উইকেট ঐতিহ্যগতভাবে স্পিনারদের জন্য সহায়ক। এম চিদাম্বরম স্টেডিয়ামে ৮ ম্যাচে ৪৮ উইকেট নিয়েছেন অনীল কুম্বলে, হারভাজন সিংয়ের শিকার ৭ টেস্টে ৪২টি। অশ্বিন ৪ টেস্টে নিয়েছেন ৩০ উইকেট, রবীন্দ্র জাদেজা ২ টেস্টে ১৫টি। এই মাঠে সর্বোচ্চ ১৬ উইকেট শিকারির ১৪ জনই স্পিনার।