বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে বৃষ্টির শঙ্কা কতটা?
ভীষণ আগ্রহ নিয়ে বাংলাদেশ ও ভারতের ভক্তরা চেন্নাই টেস্টের অপেক্ষায়। ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর), চেন্নাইয়ের এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে।
বাংলাদেশ ও ভারত দুই দেশেই সম্প্রতি অতিবৃষ্টি হয়েছে। টেস্টের আগে তাই আলোচনায় চেন্নাইয়ের আবহাওয়া।
আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানিয়েছে কেমন হতে পারে চেন্নাই টেস্টের প্রথম দিনের পরিবেশ। ওয়েবসাইটটির দেওয়া তথ্য অনুসারে, টেস্টের দিন সকালের আকাশ পরিচ্ছন্ন থাকবে বলেই জানা গেছে। দক্ষিণ ভারতের শহর চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর সকালের সম্ভাব্য তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হলেও গরম অনুভূত হবে এরচেয়ে বেশি।
গরম বেশি হলেও ম্যাচ খেলার উপযোগী থাকে। তবে, বৃষ্টি হলে বাধা সৃষ্টি হয়। অ্যাকুওয়েদার বলছে, বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার শঙ্কাও আছে। সেটি ৪১ শতাংশ। দিনের মাঝামাঝি সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতে শঙ্কা আছে ২৪ শতাংশ। যদি বৃষ্টি হয়, তার স্থায়িত্ব থাকতে পারে কমপক্ষে এক ঘণ্টা। যার প্রভাব পড়তে হতে পারে চেন্নাই টেস্টের প্রথম দিনে।
আর একদিন পর শুরু হবে প্রথম টেস্ট। হাতে খুব বেশি সময় নেই। বসে নেই বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের মতো আজ সকাল থেকেই অনুশীলন করেছেন শান্ত-মুশফিকরা। একটি ভালো সিরিজ উপহার দিতে নিজেদের সেরাটা উজাড় করতে প্রস্তুত আত্মবিশ্বাসী বাংলাদেশ।