কানপুর টেস্ট মাঠে গড়ানোর আগে দুঃসংবাদ
চেন্নাই টেস্টে বড় হারে মানসিকভাবে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। এরপরও কানপুর টেস্ট বাংলাদেশের জন্য হতে পারে ঐতিহাসিক। কেননা এই ম্যাচেই শেষবারের মতো সাদা পোশাকে দেখা যেতে পারে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিবের জন্য হলেও এই টেস্টে দারুণ কিছু করতে মরিয়া নাজমুল শান্তর দল। তবে, বৃষ্টির বাধায় সেটা কতটা সম্ভব হবে, তা নিয়েও রয়েছে প্রশ্ন। কারণ টেস্টের প্রথম দুদিনে রয়েছে বৃষ্টির চোখরাঙানি। মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি টস।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্কে মাঠ ভেজা থাকায় কিছুটা দেরিতে শুরু হবে খেলা। এমনিতেই চেন্নাইয়ে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অনেকখানি পিছিয়ে গেছে তারা। কানপুরে হারলে আরও পিছিয়ে যেতে হবে। তাই জয়ের বিকল্প নেই চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের সামনে।
এই টেস্টের প্রথম দুদিনেই থাকছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, কানপুর টেস্টের প্রথম দুই দিন বজ্রপাতসহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই টেস্টটি জন্ম দিতে পারে হতাশার। সব কিছু মিলিয়ে কানপুর টেস্টের আলোচনায় সাকিব আর বৃষ্টি।
ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পরিসংখ্যান ভালো নয়। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রতিপক্ষ ভারতই ছিল। তখন থেকে এখন পর্যন্ত প্রতিবেশী দেশটির সঙ্গে ১৪ টেস্ট খেলে ১২টিতেই হেরেছে। আরও একটি টেস্ট শুরুর আগে তাইতো শঙ্কা, এবারও বাংলাদেশ দল কি হার এড়াতে পারবে? তা তো সময়ই বলে দেবে।