মাঠে মাথা ঠান্ডা রাখার রহস্য জানালেন রোহিত
ক্রিকেট মাঠে নানা সময়ই সমালোচনার মুখে পড়তে হয় ক্রিকেটারদের। দলটা যখন ভারতীয় তখন সমালোচনার তোপ বেড়ে যায় আরও বহুগুণ।
চাপের সময় দলের বাকিদের চেয়ে অধিনায়কের ওপরই ঝড় বয়ে যায় বেশি। সেই ঝড় কীভাবে সামাল দেন রোহিত শর্মা? সব সমালোচনা এড়িয়ে মাঠে মাথা ঠান্ডা রাখার রহস্যই এবার জানালেন ভারতীয় অধিনায়ক।
সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজেকে মাঠে ঠান্ডা রাখার মন্ত্র জানান রোহিত। বিসিসিআই’এর প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেছেন, ‘আসলে এত বড় মঞ্চে খেলতে নামলে আপনার কাছে সব গুণই থাকতে হয়। আপনাকে ঠান্ডা মাথায় ইতিবাচক ভাবনাচিন্তা করতে হয়। মাঠে অনেক রকম সিদ্ধান্ত নিতে হয়। সব আপনার পক্ষে যায় না। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই সিদ্ধান্তের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। সেটাই আমি করি।’
ভারতীয় তারকা আরও যোগ করেন, ‘মাঠে যে সিদ্ধান্ত নেই সেটা ঠিক মনে করি বলেই নেই। নিজের ভাবনায় ভরসা রয়েছে। তাই আত্মবিশ্বাসী থাকি। আমার চারপাশে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা খোলা মনে পরামর্শ দেয়। তবে দিনের শেষে নিজের মন এবং সিদ্ধান্তকে বিশ্বাস করি। সেটাই আসল।’
রোহিত প্রসঙ্গ টানেন কানপুর টেস্টেরও। তিনি বলেছেন, ‘ভুল সিদ্ধান্ত নিলেই সবাই জিজ্ঞাসা করে কেন সেটা নিলাম। কিন্তু ড্রেসিংরুমে আমরা কী ঠিক করেছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে। সেই ভাবনা নিয়েই আমরা ম্যাচ খেলতে নামি। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আমরা কী চেয়েছিলাম সেটার একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল। প্রত্যেকে নিজেদের কাজ সঠিক ভাবে পালন করেছে বলেই আমরা জিতেছি।’