আবারও ছাদখোলা বাসে শোভাযাত্রা হবে কি মেয়েদের?
২০২২ সালের স্মৃতি এখনও চকচকে। যখন প্রথমবার দক্ষিণ এশিয়ার মেয়েদের সর্বোচ্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী দল। চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে ইউরোপিয়ান ফুটবলের স্টাইলে ছাদখোলা বাসে করা হয় রাজকীয় শোভাযাত্রা। ট্রফি জেতা মেয়েদের নিয়ে উৎসবে ফেটে পড়ে পুরো ঢাকাবাসী। তপ্ত রোদে পুরো শহরও মেয়েদের জয়ের আনন্দে মেতেছিল।
সেই একই উৎসবের সামনে আরেকবার দাঁড়িয়ে বাংলাদেশ। দুই বছর বাদে নেপালের মাটিতে আবারও সাফ জয় থেকে আর মাত্র এক ম্যাচ দূরে বাংলাদেশ। আজ বুধবার (৩০ অক্টোবর) সাফের ফাইনাল। এই ম্যাচটিতে সেই পুরোনো প্রতিপক্ষ নেপালকে হারাতে পারলেই আবারও দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা।
মূল লড়াই শুরুর আগে অতীত স্মৃতিটাই মনে করিয়ে দিলেন সানজিদা আক্তার। ছাদখোলা বাসের স্মৃতি স্মরণ করে সানজিদা আশ্বাস দিলেন—দেশের মানুষের মুখে হাসি ফোটানোর।
সামাজিক যোগাযোগমাধ্যমে সানজিদা ফাইনালের আগে লিখেছেন, ‘২০২২ সালে ছাদখোলা বাসে উদযাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিলো প্রথম, আমাদের জন্যও ছিলোও অসাধারণ এক অনুভূতি। আমাদের আবেগকে সম্মান দেখিয়ে রাতারাতি যে আয়োজন করা হয়েছিলো, একইসাথে তপ্তরোদে দেশের ফুটবলপ্রেমী মানুষ রাস্তার চারপাশে দাড়িয়ে থাকার দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে।‘
এরপর সানজিদা লিখেছেন, ‘আগেরবার যেটি ছিলো প্রথমবার অর্জনের চেষ্টা, সেটিই এবার ধরে রাখার মিশন। দায়িত্ব বেড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাজই এটা। স্বাগতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের মাঠ, আবার সেই প্রতিপক্ষের চেনা দর্শকদের সামনে আমরা খেলতে যাচ্ছি। অবশ্যই সেটি আমাদের জন্য চ্যালেঞ্জের। তবে আমরা সদা আত্মবিশ্বাসী ও দেশমাতৃকার নিকট প্রতিজ্ঞাবদ্ধ।’
‘দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডের প্রেষণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন ও দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ হতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’—যোগ করেন সানজিদা।