প্রোটিয়াদের দাপটে চট্টগ্রামে বাংলাদেশের আরেকটি হতাশার দিন
একই পিচে সাবলীল ব্যাটিং করেছিল দক্ষিণ আফ্রিকা। দুদিনের প্রায় সাড়ে পাঁচ সেশন ব্যাটিংয়ের পর ইনিংস ঘোষণা করে তারা। অথচ, বাংলাদেশ ব্যাট করতে নামার পর যেন বদলে যায় চিত্র। ব্যাটিংটাই হয়ে ওঠে কঠিন। দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের বিপরীতে ব্যাট করতে নেমে মাত্র ৯ ওভারের মধ্যে বাংলাদেশ হারিয়েছে চার উইকেট। তুলেছে মোটে ৩৮ রান।
দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তোলে ছয় উইকেটে ৫৭৫ রান। দ্বিতীয় দিন শেষে আজ বুধবার (৩০ অক্টোবর) প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ৩৮ রান। সফরকারীদের চেয় পিছিয়ে ৫৩৭ রানে।
শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কাগিসো রাবাদার বলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের ক্যাচে পরিণত হন সাদমান ইসলাম। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় ব্যাটার হিসেবে বিদায় নেন জাকির হাসান। দুই রান করা জাকিরও রাবাদার বলে ভেরেইনের হাতে ক্যাচ দেন।
মাহমুদুল হাসান জয় ১০ রান করে ডেন প্যাটারসনের বলে দ্বিতীয়স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। নাইটওয়াচম্যান হিসেবে নামানো হয় হাসান মাহমুদকে। তিন রান করে কেশব মহারাজের স্পিনে বোল্ড হয়ে বাড়ান দলের বিপদ। আগামীকাল সকালে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাঠে নামবেন মুমিনুল হককে সঙ্গে নিয়ে। শান্ত চার ও মুমিনুল ছয় রানে অপরাজিত আছেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাদা দুটি এবং প্যাটারসন ও মহারাজ নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ৯ ওভারে ৩৮/৪* (সাদমান ০, জয় ১০, জাকির ২, মুমিনুল ৬*, হাসান ৩, শান্ত ৪*; রাবাদা ৩-০-৮-২, প্যাটারসন ৩-০-১৫-১, মহারাজ ২-১-৪-১, মার্করাম ১-০-২-০)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১৪৪.২ ওভারে ৫৭৫/৬ ডিক্লে. (মার্করাম ৩৩, টনি ১৭৭, স্টাবস ১০৬, বেডিংহাম ৫৯, রিকেলটন ১২, ভেরেইন ০, মাল্ডার ১০৩* মুথুসামি ৭০*; হাসান ২৩-১-৮৩-০, নাহিদ ২৪-২-৮৩-১,তাইজুল ৫২.২-৫-১৯৬-৫, মিরাজ ৩৯-২-১৭১-০, মুমিনুল ৪-০-১৫-০, জয় ২-০-১৪-০)