আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক
মুশফিককে ঘিরে শঙ্কাই সত্যিই হলো শেষ পর্যন্ত। আফগানিস্তানের বিপক্ষে যখন সাত নম্বরে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম তখনই শঙ্কা জেগেছিল। ওপরে ব্যাট করা মুশফিক কেন এত পরে নামলেন তা নিয়ে ছিল কৌতূহল। কারণটা মূলত চোট। আঙুলে চোট পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। যার জন্য আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে খেলা নিয়ে জাগে শঙ্কা। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিসিবি নিশ্চিত করেছে, সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না মুশফিক।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটকিপিংয়ের সময় চোট পান মুশফিক। জানা যায়, তার বাঁ হাতের আঙুলে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে ব্যাটিংয়ে নামলেও শেষ পর্যন্ত ব্যথা বাড়ে। পরীক্ষা-নিরীক্ষার পর আজ বিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ম্যাচের পর এক্স-রে করা হয় মুশফিকের। তার আঙুলে চিড় ধরা পড়েছে। যে কারণে আফগান সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চোট নিয়ে ব্যাট করতে নেমে কাল সুবিধা করতে পারেননি মুশফিক। ব্যাট হাতে নামার তিন বল পরেই গজনফরের বলে বোল্ড হন তিনি। তার ব্যাট থেকে আসে মাত্র এক রান।
ম্যাচটিতে আফগানদের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা। প্রথম ম্যাচ হারায় দ্বিতীয়টি এখন বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে আগামী শনিবার (৯ নভেম্বর) ফের আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।