মাইলফলকের ম্যাচে মিরাজের কাঁধে গুরুদায়িত্ব
অ্যান্টিগায় শুরু হতে যাওয়া ম্যাচটি মেহেদী হাসান মিরাজের কাছে নিঃসন্দেহে বিশেষ। একে তো চ্যালেঞ্জিং ম্যাচ, তার ওপর অধিনায়কত্ব। ব্যক্তিগত অর্জনের ম্যাচে এত দায়িত্ব নিয়ে তিনি নিশ্চয়ই চাইবেন দিনটি স্মরণীয় করে রাখতে। অষ্টম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০তম টেস্ট ম্যাচে আজ শুক্রবার (২২ নভেম্বর) মাঠে নামছেন মিরাজ।
২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে অভিষিক্ত হন মিরাজ। অভিষেকের পর থেকে দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের ছায়ায় থেকেও মিরাজ ছিলেন আপন আলোয় উজ্জ্বল। এখনতো তিনিই দলের সবচেয়ে বড় অলরাউন্ডার। মোহাম্মদ রফিক ও সাকিবের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে এক হাজার রান ও ১০০ উইকেটের কৃতিত্ব অর্জন করেছেন মিরাজ।
এর আগে নিজের শততম ওয়ানডে ম্যাচে অধিনায়কের দায়িত্বে ছিলেন মিরাজ। এবার অর্ধশত টেস্টেও তার কাঁধে গুরুভার। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ।
আট বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ খেলেছেন মিরাজ। ৮৯ ইনিংসে ব্যাট হাতে রান করেছেন এক হাজার ৮০৬। সেঞ্চুরি একটি, হাফসেঞ্চুরি ৯টি। বল হাতে নিয়েছেন ১৮৫ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১০ বার, ম্যাচে ১০ উইকেট দুবার।