আইপিএল মেগা নিলাম
চড়া দামে কলকাতায় ভেঙ্কটেশ আইয়ার
আইপিএলের সাধারণত বিদেশি ক্রিকেটারদের চড়া মূল্যে কিনে থাকে দলগুলো। তবে, এবারের আসরে তেমনটা দেখা যায়নি। এবার বিদেশিদের ছাপিয়ে দেশিদের প্রতি নজর ফ্র্যাঞ্চাইজিগুলোর। রিশাভ পন্থ, শ্রেয়াস আইয়ারের পর এবার ভেঙ্কটেশ আইয়ারকে অবিশ্বাস্যমূল্যে দলে ভেড়াল কলকাতা নাইট রাইডাস।
মেগা এই নিলামে ২০৪ স্লটের বিপরীতে দল পেতে লড়ছেন ৫৭৪ ক্রিকেটার। নিলামে দেখা মিলছে দারুণ লড়াইয়ের। এবার দল ভেঙ্কটেশ আইয়ার। কলকাতার এই ওপেনিং ব্যাটার, এই আসরেও দলটির হয়ে মাঠ মাতাবেন।
আজ রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবে অনুষ্ঠিরত মেগা নিলাম শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। তাকে দলে নেওয়ার জন্য লড়াই করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে, শেষহাসি কেকেআরের। তারা ২ কোটি ভিত্তিমূল্যের ভেঙ্কটেশকে কিনতে খরচ করেছে ২৩ কোটি ৭৫ লাখ রুপি।
আর দক্ষিণ আফ্রিকান ব্যাটার এইডেন মার্করামকে নিয়ে আগ্রহ দেখায়নি তেমন কেউ। যার ফলে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এছাড়াও আরেক ভারতীয় স্পিনার যুযবেন্দ্র চাহালকে ১৮ কোটিতে নিয়েছে পাঞ্জাব। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। এর আগে আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখে নিয়েছিল গুজরাট। আর ইতিহাস গড়ে পন্থকে দলে নিয়েছে লখনৌ। তাকে নিতে খরচ হয়েছে ২৭ কোটি রুপি।
২০২৫ আইপিএল আগামী ১৪ মার্চ শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, বেশির ভাগ আইসিসি পূর্ণ সদস্যদেশের খেলোয়াড়েরা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন। তবে এর মধ্যে পাকিস্তান নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক থাকায় ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের পর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।