তামিমের বিদায়ের ঘোষণায় মুশফিক-মাহমুদউল্লাহর আবেগী বার্তা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/11/mushphikur_rhim_o_taamim_ikbaal.jpg)
আন্তর্জাতিক ক্রিকেটে কি আর ফিরবেন তামিম? লম্বা সময় ধরেই চলছিল এমন আলোচনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম। বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না দেশের সফলতম ওপেনারকে। বন্ধু তামিমের এমন বিদায়ে আবেগী বার্তা দিয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাসের মাধ্যমে নিজেদের অনুভূতি জানান দুই সিনিয়র ক্রিকেটার। মুশফিক লেখেন, ‘তামিম তোমার অবসরে আমি প্রকাশ করতে চাই যে, তুমি যা অর্জন করেছো, তার জন্য আমি কতটা গর্বিত। বন্ধু, তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য দূত এবং একজন বিশ্বমানের ব্যাটার।’
মুশফিক আরও যোগ করেন, ‘আমি সবসময় দুবাইয়ে আমাদের জুটির কথা মনে রাখবো। বিশেষ করে যখন তুমি একটি ভাঙা আঙুল দিয়ে ব্যাট করেছিলে। এটি দেশের প্রতি তোমার উত্সর্গ এবং খেলার প্রতি আবেগকে প্রকাশ করে। শুভ অবসর, দোস্ত। তোমাকে মাঠে মিস করবো। ক্রিকেটের মাধ্যমে এমন একজন দুর্দান্ত বন্ধু পেয়ে আমি কৃতজ্ঞ।’
আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘তামিম, দীর্ঘ ও চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ারে তোমার বিস্ময়কর অর্জনের জন্য অনেক অভিনন্দন। তুমি অনেক কিছু অর্জন করেছো এবং বাংলাদেশ দলের জন্য অনেক অবদান রেখেছো। আমার মনে হয় এটাই ছিল শেষবারের মতো আমরা বাংলাদেশ দলের হয়ে একসঙ্গে ব্যাটিং করেছি। তোমার সঙ্গে খেলাটা আনন্দের ছিল। মাঠ ও মাঠের বাইরে তোমার সঙ্গে অনেক স্মৃতি শেয়ার করেছি। আমি তোমার সুখী অবসর কামনা করি এবং তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আপনাকে সর্বদা মনে থাকবে।’
উল্লেখ্য, তিন সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচ আর ১৫ হাজার ২৪৯ রান নিয়ে শেষ হলো তামিমের ক্যারিয়ার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আন্তজার্তিক ক্রিকেটে তিনি দ্বিতীয় সফলতম। ১৫ হাজার ৩০০ রান নিয়ে সবার ওপরে মুশফিকুর রহিম। ব্যাটিং মাইলফলকের অনেকগুলোতে তিনি ছিলেন দেশের প্রথম।