রূপকথার প্রত্যাবর্তন! সিটির জয় কেড়ে নিল পিএসজি
অবিশ্বাস্য প্রত্যাবর্তন! রূপকথা বললেও বাড়াবাড়ি হবে না। যে ম্যাচে নিশ্চিত জয় জেনে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ম্যানসিটির সমর্থকরা, সেই ম্যাচেই বড় হারে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ইংলিশ ক্লাবটি। টেবিলের ২৫তম স্থানে নেমে গেছে পেপ গার্দিওলার দল।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) দিনগত রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৪-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় পেল পিএসজি। সিটিজেনদের হয়ে জ্যাক গ্রিলিশ ও আর্লিং হলান্ড গোল করেন। আর পিএসজির হয়ে উসমান দেম্বেলে ও বার্কোলা, জোয়াও নেভেস ও গঞ্জালো রামোস স্কোরশিটে নাম তোলেন।
প্রথমার্ধে দারুণ আক্রমণ করলেও গোল করতে পারেনি ম্যানসিটি। তবে, দ্বিতীয়ার্ধে ৩৭ মিনিটের মধ্যে দলটি হজম করেছ ৪ গোল। দুদল মিলিয়ে গোল করেছে মোট ৬টি। লম্বা সময়ের আক্ষেপ ঘুচিয়ে ম্যাচের ৫০তম মিনিটে দলকে লিড এনে দেন ইংলিশ তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশ। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি দলটির। ৫৩তম মিনিটে আর্লিং হলান্ডের গোলে ফের লিড নেয় সিটিজেনরা। এরপরই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। একের পর এক গোলে সিটিজেনদের হতাশ করে ছাড়ে ফরাসি ক্লাবটি।
ম্যাচের ৫৬তম মিনিটে উসমান দেম্বেলে প্রথমে গোল করে ব্যবধান ২-১ করেন। এরপর ৬০ মিনিটে দারুণ এক গোলে ব্রাডলি বারকোলা অবিশ্বাস্যভাবে সমতায় ফেরান পিএসজিকে। ম্যাচে সমতায় ফিরে যেন প্রাণ ফিরে পায় ফরাসি ক্লাবটি। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান গঞ্জালো রামোস।
এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে উঠে এসে শেষ ২৪-এর আশা বাঁচিয়ে রাখল এনরিকের পিএসজি। আর কেবল ৮ পয়েন্ট নিয়ে ২৫-এ নেমে যাওয়া ম্যানসিটিকে ফেলে দিল বিপাকে। টিকে থাকতে হলে শেষ ম্যাচে ক্লাব ব্রুগার বিপক্ষে জিততেই হবে পেপ গার্দিওলা শিষ্যদের।