হাকিমির জোড়া গোলে শীর্ষে ফিরল পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছন্দে থাকলেও ঘরোয়া লিগে টানা দুই ম্যাচে জয়ের মুখ দেখেনি পিএসজি। অবশেষে সেই হতাশা কাটিয়ে লিগ ওয়ানের ম্যাচে আবার জয়ে ফিরেছে ফরাসি জায়ান্টরা। গতকাল শনিবার (২৫ অক্টোবর) আশরাফ হাকিমিরি জোড়া গোলে ব্রেস্তকে ৩-০ গোলে উড়িয়ে শুধু তিন পয়েন্টই নয়, লিগ টেবিলের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে লুইস এনরিকের দল।
গতকাল প্রতিপক্ষ ব্রেস্তের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। বল দখল, পাসিং ও আক্রমণে ব্রেস্তের চেয়ে স্পষ্টতই এগিয়ে ছিল ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের সব সমীক্ষাতেই দাপট ছিল পিএসজির। ৭০ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রেখেছে তারা। যেখানে মোট ৭টি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছে স্বাগতিক ব্রেস্ত।
পিএসজি প্রথম গোলের দেখা পায় ২৯তম মিনিটে। ভিতিনিয়ার দারুণ এক থ্রু পাসে ডিফেন্স ভেঙে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান মরক্কোর ডিফেন্ডার হাকিমি।
১০ মিনিট পর আবারও গোল করেন হাকিমি। ডি-বক্সে জটলার মধ্যে কাভারাৎস্খেলিয়ার পাস থেকে কাছ থেকে শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে আক্রমণ অব্যাহত রাখে এনরিকের শিষ্যরা। শেষ দিকে ম্যাচের যোগ করা সময়ে মিনিটে কাভারাতস্খেলিয়ার বদলি হিসেবে নামা তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে ব্যবধান ৩-০ করেন।
টানা দুই ড্রয়ের পর জয়ের স্বাদ পেয়ে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে লুইস এনরিকের দল। এই জয়ে ৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে পিএসজির পয়েন্ট দাঁড়াল ২০। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লেনস ও ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে মার্শেই।

স্পোর্টস ডেস্ক