শেষ মুহূর্তের নেভেস ম্যাজিক, লিওঁর মাঠে রোমাঞ্চকর জয় পিএসজির
ফ্রান্সের লিগ ওয়ানে পিএসজির বিপক্ষে লিওঁ’র লড়াইটা ছিল আলাদা একটা রোমাঞ্চের মঞ্চ। আক্রমণ, প্রতি আক্রমণ, গোল আর সমতা—ম্যাচজুড়ে ছিল নাটকীয়তা। তবে শেষ পর্যন্ত খেলার যোগ করা সময়ে জোয়াও নেভেসের গোলে শেষ হাসি হেসেছে পিএসজি। লিওঁকে ৩–২ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে গত মৌসুমের ট্রেবলজয়ী ক্লাবটি।
গতকাল রোববার (৯ নভেম্বর) রাতে লিওঁ’র মাঠে পিএসজি দুবার এগিয়ে গেলেও সমতায় ফেরে স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে নেভেসের হেডে জয় নিশ্চিত হয় ফরাসি চ্যাম্পিয়নদের। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পরাজয়ের পর এ জয় তাই দলটির জন্য ছিল মানসিক স্বস্তিরও।
ম্যাচের শুরুটা ছিল কিছুটা ধীরগতির। তবে ২৬ মিনিটেই খেলার গতি পাল্টে দেন তরুণ মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরি। ভিতিনহার উঁচু করে বাড়ানো থ্রু বল ধরে বক্সে ঢুকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
আরও পড়ুন : ঘরের মাঠে রিয়ালকে রুখে দিল ভায়েকানো
চার মিনিট পরই অবশ্য পাল্টা আক্রমণে সমতায় ফেরে লিওঁ। পর্তুগিজ মিডফিল্ডার মোরেইরার নিচু শটে জালের দেখা পায় স্বাগতিকরা। কিন্তু আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৩৩তম মিনিটে ডিফেন্সের ভুলে বল পান ভিতিনহা, এরপর তা বাড়িয়ে দেন খিচা কাভারাৎস্খেলিয়ার দিকে, এরপর প্লেসিং শটে পিএসজিকে আবার এগিয়ে নেন এই জর্জিয়ান তারকা। এরপর প্রথমার্ধের শেষদিকে তাগলিয়াফিকোর শট পোস্টে বাধা পেলে বেঁচে যায় পিএসজি।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০তম মিনিটে পিএসজি গোলরক্ষক লুকাহ শুভালিয়ের ভুলে আবার সমতায় ফেরে লিওঁ। পোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে আসেন পিএসজি গোলরক্ষক। একপলকে সেটা দেখে সতীর্থের পাস ধরে বুদ্ধিদীপ্ত শটে বল হাওয়ায় ভাসিয়ে দেন মাইটল্যান্ড-নাইল্স, গোলরক্ষকের ওপর দিয়ে গিয়ে তা জালে জড়িয়ে যায়।
খেলার গতি তখন সমান তালে চলছিল। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। যোগ করা সময়েই ম্যাচের ভাগ্য বদলে যায়। ৯৩তম মিনিটে কাং-ইন লি’কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তাগলিয়াফিকো। ১০ জনের দলে পরিণত হয় লিঁও।
আরও পড়ুন : লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সার জয়
তার ঠিক এক মিনিট পরেই কাং-ইনের কর্নার থেকে উঠে এসে হেডে গোল করেন জোয়াও নেভেস, যা পিএসজিকে এনে দেয় রুদ্ধশ্বাস এক জয়। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি।
১২ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে পিএসজির পয়েন্ট এখন ২৭, লিগ ওয়ানে শীর্ষে ফিরেছে তারা। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে মার্সেই। অন্যদিকে, সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিওঁ।

স্পোর্টস ডেস্ক