চার মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরবে বাংলার নারীরা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/28/473194425_1550266499016649_6585214084818332415_n.jpg)
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। গত বছর অক্টোবরে টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে আছে বাংলাদেশ নারী ফুটবল দল। অবশেষে, সেই অপেক্ষা শেষ হওয়ার পথে। চূড়ান্ত হয়েছে সাবিনা-ঋতুপর্ণাদের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচের তারিখ।
আগামী ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। আরব আমিরাতের সঙ্গে মোট দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারির পর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মার্চ। তবে, প্রথমটি আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পেলেও পরেরটি পাবে না। এর কারণ, প্রথম ম্যাচটি ফিফা উইন্ডোতে পড়লেও দ্বিতীয় ম্যাচে ফিফার ক্যালেন্ডারের বাইরের সময়ে। ফলে, সেটি সাধাীণ প্রীতি ম্যাচ হিসেবে ধরা হবে।
দুটি ম্যাচই বাংলাদেশ খেলবে আরব আমিরাতে। চার মাসের বিরতি দিয়ে হতে চলা ম্যাচটিকে বাংলাদেশ দেখছে জুনে অনুষ্ঠেয় এশিয়া কাপের বাছাইয়ের প্রস্তুতি হিসেবে। যদিও, ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে একাধিক ম্যাচ খেলতে না পারার আক্ষেপ ঝরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণের কন্ঠে।
মাহফুজা আক্তার বলেন, 'আরব আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ফেব্রুয়ারি উইন্ডোতে একাধিক ম্যাচ না পাওয়ার আক্ষেপ আছে। তবে, একেবারে মিস অন্তত করলাম না। উইন্ডোতে একটা ম্যাচ পাচ্ছি। ২ মার্চের ম্যাচটা আন্তর্জাতিক হবে না। এতে অবশ্য আমাদের কিছু করার নেই। জুনে যেহেতু এশিয়া কাপের বাছাইয়ের ম্যাচ, তার প্রস্তুতি হিসেবে খেলতে পারবে মেয়েরা। সবমিলিয়ে আমরা রাজি হয়েছি, খেলা অন্তত হোক।’