ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় নয় : বিসিবি সভাপতি
অন্যরকম বিপিএলের আশা নিয়ে এবার খেলা দেখতে বসেছিল দর্শকরা। মাঠের লড়াই দর্শকের আক্ষেপ অনেকটাই ঘুচিয়েছে। আগের আসরগুলোর তুলনায় চলমান আসরে উইকেট হয়েছে বেশ স্পোর্টিং। রান হয়েছে প্রায় প্রতি ম্যাচে। কয়েকটি ম্যাচে দর্শকরা দেখেছে তুমুল উত্তেজনা।
মাঠের দুরন্ত ভাব মাঠের বাইরে ফিকে হয়েছে অনেকটা। পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর গড়িমসি পুরো আসরেই বিতর্কের জন্ম দিয়েছে। তবে, সেসব ছাপিয়ে নতুন আলোচনায় ‘ফিক্সিং’! বিপিএলের অন্তত আটটি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে, যা গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজে এ নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ফারুক আহমেদ জানান, ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না।
বিসিবি সভাপতি বলেন, ‘আমি এই মুহূর্তে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারব না। এখন তদন্ত চলছে। সেটি পূর্ণ হতে দিন। যদি তদন্তে কিছু বেরিয়ে আসে, তাহলে আমি এটুকু বলতে পারি, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। কঠিন শাস্তি দিতে পিছপা হব না। যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা অপরাধীদের জীবনকে অন্যরকম করে তুলবে। সবার বিরুদ্ধে একই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তা হবে ভীষণ কঠিন।’
আটটি ভিন্ন ম্যাচে মোট ১০ জন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিটের (আকু) প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই ১০ জনের মধ্যে ছয়জন বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। দুজন এখনও অভিষিক্ত হননি এবং দুজন বিদেশি ক্রিকেটার। পাশাপাশি নজর রাখা হয়েছে কয়েকটি দলের ওপরেও।