পরিবর্তন আসতে পারে আইপিএলের সূচিতে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/ipl_trophy-bcci.jpg)
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গল্পটা বদলে দিয়েছে আইপিএল। হয়ে উঠেছে টি-টোয়েন্টির সবচেয়ে আরাধ্য টুর্নামেন্ট। প্রতি বছর দর্শকরা অপেক্ষায় থাকেন ভারতের এই আসরের। এবার আসর শুরুর আগে মেগা নিলাম তোলপাড় তুলেছে চারদিকে। সেখানে বাজিমাত করে মাঠের লড়াইয়ে নামার পালা।
গত জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছিল আইপিএল শুরুর সময়। ১৮তম আসর শুরুর প্রাথমিক সময় ১৪ মার্চ থাকলেও সেটি পিছিয়ে করা হয়েছিল ২১ মার্চ। তবে, পরিবর্তন আসতে পারে সেই সূচিতেও। আরও একদিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিজেদের প্রতিবেদনে এমন খবরই দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। দুই মাসব্যাপী আসরের ফাইনাল অবশ্য হবে আগের সূচি অনুযায়ী ২৫ মে।
আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে নতুন আসরের উদ্বোধনী ম্যাচ হওয়াটা একপ্রকার রীতি বলা চলে। এবারও সেটির ব্যতিক্রম হচ্ছে না। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তাদের হোম ভেন্যু ইডেন গার্ডেনেই হবে উদ্বোধনী ম্যাচ। সম্ভাব্য প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/14/ipl-inner_1.jpg)
এবারের আসরে ম্যাচসংখ্যা বাড়ানোর কথা থাকলেও সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইপিএল পরিচালনা কমিটি। গত তিন বছরের মতো এবারও ম্যাচ হবে ৭৪টি। আইপিএল সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চূড়ান্ত সূচি ঘোষণা করা হতে পারে।