সুযোগ কাজে লাগাতে পারবেন বিজয়?

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে আছেন এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে পার করেছন ৫০ সেঞ্চুরির মাইলফলক। পুরস্কারও পেয়েছেন দ্রুত। বিজয়ের ডাক পড়েছে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ডাক পেয়েছেন আরেক ক্রিকেটার তানভীর ইসলাম।
২০২২ সালের জুনে জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। প্রায় তিন বছর বিরতির পর ফের ডাক পেলেন দেশের প্রতিনিধিত্ব করার। বিজয়ের সামনে সুযোগ নিজেকে মেলে ধরার। জাতীয় দলে কখনোই সেভাবে নিয়মিত ছিলেন না তিনি। তবে, বর্তমান পরিস্থিতিতে তার সামনে খোলা আছে নিয়মিত হওয়ার পথ। বিজয়ের জন্য এই ডাক তাই সুযোগ কাজে লাগানোর। প্রশ্ন হচ্ছে সুযোগ তিনি কতটা কাজে লাগাতে পারেন।
এদিকে, স্পিনার তানভীর টেস্ট দলে ডাক পেয়েছেন প্রথমবার। জাতীয় দলের জার্সিতে চারটি টি-টোয়েন্টি ম্যাচে খেললেও সাদা পোশাকে এবারই প্রথম। তিনি ডাক পেলেন পেসার নাহিদ রানার পরিবর্তে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য তাকে ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর বিজয় সুযোগ পেয়েছেন ওপেনার জাকির হাসানের বদলে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ে সিরিজের শেষ টেস্ট শুরু হবে আগামী ২৮ এপ্রিল। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ৩ উইকেটে। পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে।