বাংলাদেশে নারী ফুটবল দল পাঠাবে চীন

বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে চীন। নারী দলকে বাংলাদেশে পাঠাতে চায় দেশটি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎকালে বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন এই কথা জানিয়েছেন।
ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনায় উচ্ছাস প্রকাশ করে চীনের রাষ্ট্রদূত জানান, দুদেশের সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ খেলতে দল পাঠাবে চীন। ফুটবলের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রীতি ম্যাচ খেলার জন্য চীনে আমন্ত্রণ জানাতে চান। এছাড়া, বাংলাদেশের যেকোনো পর্যায়ের খেলোয়াড় কিংবা কোচদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ সময় ক্রীড়া উপদেষ্টা কথা বলেন দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গন নিয়ে। ক্রীড়াঙ্গনকে উন্নত করার লক্ষ্যে চীনের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন তিনি। জানান, ক্রিকেট-ফুটবলের বাইরে অন্য খেলাতেও আন্তর্জাতিক অর্জন সম্ভব।
আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশে ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। ক্রিকেট, ফুটবল ছাড়া অন্যান্য ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশের উন্নতি এবং আন্তর্জাতিক অর্জন সম্ভব। সেজন্য চীনের সহযোগিতায় স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলা এবং কোচ-খেলোয়াড়দের অলিম্পিকের মান অনুযায়ী প্রশিক্ষণ ব্যবস্থার উপর জোর দিতে হবে।’