ম্যাচ জিতে টাইগারদের র্যাঙ্কিংয়ে উন্নতি

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়ে কিছুটা স্বস্তিতে আছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি আরো একটি সুখবর পেয়েছে টাইগাররা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে তারা উন্নতি করেছে, উঠে এসেছে এক ধাপ ওপরে।
ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফলে ৯ নম্বরে উঠে এসছে মেহেদী হাসান মিরাজের দল। ১০ নম্বরে থাকা ক্যারিবিয়ানদের রেটিং পয়েন্ট ৭৭ আর টাইগারদের রেটিং পয়েন্ট ৭৮।
টাইগাররা তাদের পছন্দের সংস্করণে জয় পাওয়াটা যেনো ভুলতে বসেছিল। টানা ৭ ম্যাচ জয়হীন থাকার পর প্রেমাদাসায় গতকাল (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডে ১৬ রানে জয় পেয়েছে তারা। এর আগের ৭ ওয়ানডের ৬টিতে হেরেছে আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
২০১৫ বিশ্বকাপের ভালো পারফরম্যান্স এবং ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে আসে বাংলাদেশ। এর ধারাবাহিকতা বজায় রেখে তারা ওয়ানডে র্যাঙ্কিংয়ে সবেচেয়ে ভালো অবস্থানে ছিল ২০১৭ সালে। সে বছরের মে মাসে ষষ্ঠস্থানে উঠে এসেছিল টাইগাররা, যেটি ওয়ানডেতে তাদের সর্বোচ্চ অবস্থান। এরপর আবার অবনমন হয়। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাটিতে সিরিজ হারোনোর সুবাদে আরো একবার ষষ্ঠস্থানে আসে টাইগাররা।
সবশেষ গত বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হারার পর র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে যায় বাংলাদেশ। এবছরের মে মাসে আইসিসি র্যাঙ্কিংয়ে হালনাগাদের পর টাইগাররা নেমে যায় ১০ নম্বরে। এর আগে সর্বশেষ বাংলাদেশ ১০ নম্বরে ছিল ২০০৬ সালে।
সাম্প্রতিক সময়ে ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের অবস্থা ছিল নাজেহাল। জয় পেতে ভুলতে বসা দলের অধিনায়ক পরিবর্তন করা হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে হারের পর সমালোচিত হতে হয়েছে অনেক। শেষ পর্যন্ত মিরাজ-শান্তদের মাঝে হয়ত কিছুটা স্বস্তি বিরাজ করছে গতকালের দ্বিতীয় ওয়ানডে জয়ে।