বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
ধাক্কা সামলানোর চেষ্টায় বাংলাদেশ

উদ্বোধনী জুটি আবারও ব্যর্থ হয়েছে ভালো শুরু এনে দিতে। ওয়ানডাউনে পরিস্থিতি সামাল দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু, শান্ত বিদায় নিলে পরিস্থিতি ফের প্রতিকূল হয়ে যায়। চার উইকেট হারিয়ে বাংলাদেশ এখন চেষ্টা করছে ধাক্কা সামলানোর।
৬৭ রান করে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কার জন্য হুমকি হয়ে ওঠা ইমনকে বোল্ড করেন ওয়ানিন্দু হাসারাঙা। প্রথম ম্যাচের মতো আজও হাসেনি অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাট। ৯ রান করে দুশমন্ত চামিরার বলে পাথুম নিশাঙ্কাকে ক্যাচ দেন মিরাজ। ১২৬ রানে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট।
তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি মিলে হাল ধরার চেষ্টায় আছেন।
জোড়া উইকেট হারিয়ে সাবধানী বাংলাদেশ
প্রথম ম্যাচে ভরাডুবি হয়েছিল ব্যাটিংয়ে। সহজ ম্যাচ বাংলাদেশ হেরেছে ব্যাটারদের ভুলে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ শনিবার (৫ জুলাই) দেখেশুনে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম অবশ্য টিকতে পারেননি বেশিক্ষণ। ৭ রান করে আসিথা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কুশল মেন্ডিসের হাতে।
১০ রানে প্রথম উইকেট হারালেও নিজেদের সামলে নেয় বাংলাদেশ। পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিংয়ে লঙ্কানদের চেপে ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ৬৩ রানের জুটি গড়েন তারা। ১৯ বলে ১৪ রান করে চারিথ আসালাঙ্কার বলে মাহিশ থিকসানার ক্যাচে পরিণত হন শান্ত।
দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
প্রথম ম্যাচে ৪ উইকেট পাওয়া তাসকিন আহমেদ আজ নেই একাদশে। কেন তিনি নেই, জানানো হয়নি তার কারণ। তাসকিন ছাড়াও একাদশ থেকে জায়গা হারিয়েছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটারের জায়গায় দলে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী।
বাংলাদেশ খেলতে নেমেছে ৩ পেসার নিয়ে। মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে পেস ব্যাটালিয়ন সামলাবেন হাসান মাহমুদ। স্পিনে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।
কলম্বোয় টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়েছে সফরকারীরা। সিরিজ বাঁচাতে টাইগারদের এই ম্যাচ জয়ের বিকল্প নেই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার (৫ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।