আইসিসি থেকে সুখবর পেলেন হৃদয়-জাকের

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের বোলাররা ভালো করলেও ব্যাটিং হতাশ করেছে সবাইকে। এরই মাঝে কিছুটা ছন্দে ছিলেন পারভেজ ইমন, তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। সিরিজে বাংলাদেশ হারলেও সিরিজ শেষে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন হৃদয় ও জাকের।
আজ বুধবার (৯ জুলাই) পুরুষদের ক্রিকেটে র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ব্যাটারদের তালিকায় জাকের আলী ৩২ ধাপ, হৃদয় সাত ধাপ ও তানজিদ তামিম ১৯ ধাপ এগিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিন ম্যাচে ব্যাট হাতে হৃদয় ৩৪.৩৩ গড়ে ১০৩ রান, জাকের আলী ৩৪.০০ গড়ে ১০২ রান ও তানজিদ তামিম ২৮.৬৭ গড়ে ৮৬ রান করেন।
প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল ব্যাটিং বিপর্যয়ে শোচনীয় অবস্থায় পড়ে যায়। সবাই যখন যাওয়া-আসা নিয়ে ব্যস্ত তখন জাকের আলী একাই একপাশ আগলে রেখে খেলেন ৫১ রানের ইনিংস। দ্বিতীয় ওয়ানডেতেও ২৪ রান ও তৃতীয় ওয়ানডেতে ২৭ রান করেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
তাওহীদ হৃদয় প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও পরের দুই ম্যাচেই ৫১ রানের ইনিংস খেলেন মিডল অর্ডার থেকে দলের সংগ্রহটা বড় করেন।
অন্যদিকে অভিজ্ঞ তিন ক্রিকেটার লিটন দাস আট ধাপ, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পাঁচ ধাপ ও নাজমুল হোসেন শান্ত ছয় ধাপ পিছিয়েছেন। মিরাজ তিন ম্যাচে ব্যাট হাতে করেছেন ৩৭ রান। শান্ত তিন ম্যাচে করেছেন ৩৭ রান।