ব্যাটারদের পাওয়ার-হিটিং শেখাতে বাংলাদেশে আসছে নতুন কোচ

তরুণদের নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন এক যুগে প্রবেশ করেছে বাংলাদেশ দল । যাদের হাত ধরে পরিবর্তনের প্রত্যাশা করছে সমর্থকরা। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেট মানেই পাওয়ার-হিটিং, হাই-স্কোরিং ম্যাচ। এবার সেই তরুণদের মাঝে সাদা বলের ক্রিকেটে বড় শট খেলার মানসিকতা তৈরি করতে আগস্টে পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উডকে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান উড বেশ নামকরা। টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে তিন সপ্তাহ কাজ করবেন তিনি। ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং কৌশল শেখানোর পাশাপাশি ব্যাটিংয়ে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন।
বিসিবি জানিয়েছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে আগামী ৬ আগস্ট। ক্যাম্প শুরুর আগেই ঢাকায় আসবেন উড।
বিসিবির এক শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা আশা করছি, তিনি ক্যাম্প শুরুর আগেই যোগ দেবেন এবং তিন সপ্তাহ দলের সঙ্গে কাজ করবেন।’
উড নিজেও তার আসার কথা নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমি ফিল সিমন্সে সঙ্গে কথা বলছি। আগস্টে তিন সপ্তাহের জন্য যাচ্ছি, এমনটাই শুনেছি। তবে এখনও সবকিছু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, কিন্তু সম্ভাবনা অনেক বেশি।’
এশিয়া কাপের পরও তিনি থাকছেন কি না এই বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আগস্টে (এশিয়া কাপের আগে) আমি ঢাকায় আসছি। তবে এশিয়া কাপের পর থাকব কি না, সেটা বিসিবির ওপর নির্ভর করছে বলে মনে হয়।’
বাংলাদেশের তরুণদের শেখাতে বেশ আগ্রহী তিনি। তাদের নিয়ে বলেন, ‘বাংলাদেশে প্রচুর প্রতিভা আছে। তারা সবসময়ই প্রতিভাবান ছিল। সাদা বলের ক্রিকেটে বল স্ট্রাইকিং এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি চেষ্টা করব কীভাবে শক্তি তৈরি করে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেই জিনিসগুলো তাদের শেখাতে।’
উড আরও যোগ করেন, ‘আমার কাজ হবে খেলোয়াড়দের প্রয়োজনীয় তথ্য দেওয়া এবং মূল বিষয়টি হলো—তারা কীভাবে তাদের শক্তি ব্যবহার করবে, কীভাবে শক্তি তৈরি করবে এবং সেটি আরও কার্যকরভাবে প্রয়োগ করবে। এই তিন সপ্তাহের জন্য আমি সত্যিই রোমাঞ্চিত, কারণ এর আগে বাংলাদেশে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। তারা এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই কথা বলছে। আমার মনে হয় গত তিন-চার বছর ধরেই এটা নিয়ে আলোচনা হচ্ছিল। এতদিন তেমন কিছু হয়নি, কিন্তু এবার সেটা বাস্তবে হচ্ছে—আমি খুশি।’
পাওয়ার-হিটিং কোচের পাশাপাশি একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগেরও পরিকল্পনা করছে বিসিবি। এতে আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করতে আরও ভালোভাবে কাজ করা যাবে। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে আগে কাজ করা ডেভিড স্কট এই দায়িত্বে ফিরতে পারেন বলে জানা গেছে। তিনি খেলাধুলা ও ব্যায়ামের মনোবিজ্ঞান নিয়ে পড়ান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবেও কাজ করেন থাকেন।