ব্যর্থতা ধরে রেখে পাকিস্তানের বিপক্ষেও হারল ওয়েস্ট ইন্ডিজ

হার যেন ঘিরে ধরেছে ওয়েস্ট ইন্ডিজকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে তারা। অসিদের বিপক্ষে টানা ৮ ম্যাচ হেরেছে। এরপর আজ শুক্রবার (১ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১৪ রানে হেরেছে ক্যারিবিয়ানরা।
ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১৬৪ রানেই থেমে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।
শুরুতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় উইকেটে ওপেনার সাইম আইয়ুবের সঙ্গে ৫১ বলে ৮১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান অভিজ্ঞ ফখর জামান। ১২ তম ওভারে সাইম ৩৮ বলে ৫৭ রানে ফিরে গেলে রানের গতি কমে যায় পাকিস্তানের। এছাড়া ফখরের ২৮ রানের ও হাসান নাওয়াজের ২৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান করে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন।
১৭৯ রানের জবাবে ধরিগতিতে ব্যাট করতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার জনসন চার্লস ৩৬ বলে ৩৫ ও অ্যানড্রু ৩৩ বলে করেন ৩৫ রান। শুরুতে ধীরগতিতে খেলায় তাদের হারের দিকে ঠেলে দেয়। যে কারণে শেষ দিকে জেসন হোল্ডারের ১২ বলে ৩০ রানে ইনিংস ও শামার জোসেফের ১২ বলে ২১ রানের ইনিংস কোনো কাজে আসেনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের দুই অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ এদিন দলে ফিরেছেন। আফ্রিদি ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নিলেও রউফ ৪ ওভারে ৪১ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য। পাকিস্তানের হয়ে হাসান নেওয়াজ সর্বোচ্চ ৩ উইকেট নেন।
এই ১৪ রানের জয়ে ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ ব্যবধানে এগিয়ে গেল। ম্যাচসেরা হয়েছেন সাইম আইয়ুব।