বাংলাদেশ নারী দলের সাফল্য নিয়ে ফিফার ভিন্ন আয়োজন

গত মাসে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে মিয়ানমারে দুর্দান্ত সময় পার করেছে বাংলাদেশ নারী ফুটবর দল। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা দলগুলোকে গোলবন্যায় ভাসিয়েছে। প্রথমবারের মতো নিশ্চিত করেছে এশিয়ান কাপের মূলপর্বে খেলা। এবার ফিফা থেকে সেটার পুরস্কারও পেয়েছে আফঈদা খন্দকারের দল। র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০০ ছোঁয়ার কাছাকাছি বাংলাদেশ। বাংলাদেশের এমন সাফল্যের গল্প নিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে ফিফা।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ফিফার নারী ফুটবলের র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে ২৪ ধাপ এগিয়ে ১২৮ নম্বর থেকে ১০৬ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এমন সাফল্যের পরে ফিফার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে। ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশ (র্যাঙ্কিংয়ে) শীর্ষ ১০০-র খুব কাছাকাছি। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করে ফিফা নারী র্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠছে। সামনে ফিফা নারী বিশ্বকাপে কোয়ালিফাই করার সম্ভাবনাও রয়েছে।’
এই পোস্টের সঙ্গে ছয়টি ছবি আপলোড দিয়েছে ফিফা। যেগুলোতে জানানো হয়েছে, বাংলাদেশের এই সাফল্যের গল্প। প্রথম ছবিতে লিখেছে, ফিফা নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ছবিতে ২০২৩ সাল থেকে বর্তমান উন্নতির পার্থক্যের গলা বলা হয়েছে।
অপরাজিত থেকে এশিয়ান কাপ বাছাই শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় ছবিতে জানানো হয়েছে সেই সাফল্যের গল্প। সেই সঙ্গে এশিয়ান কাপে ভালো করলে বিশ্বকাপে কোয়ালিফাই করার সম্ভাবনার দুয়ারের কথাও বলেছে। পরপর দুবার সাফের চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের নারী ফুটবলকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে বলে আরেকটি ছবিতে লিখেছে ফিফা।
বাংলাদেশকে নিয়ে এর আগেও পোস্ট করেছে ফিফা। তবে সেই পোস্টগুলো শুধু বাংলাদেশি সমর্থকরাই দেখতে পেতেন। কিন্তু এবারের পোস্টে কোনো সংকীর্ণতা রাখেনি ফিফা। পৃথিবীর সবগুলো দেশ থেকেই বাংলার বাঘিনীদের এই সাফল্য দেখা যাচ্ছে। যা বাংলাদেশকে ফুটবল বিশ্বে নতুন করে তুলে ধরছে।
একটি ছবিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের মন্তব্য তুলে ধরেছে ফিফা। তিনি বলেছেন, ফিফা নারী ফুটবলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার ফলে বাংলাদেশে এ নিয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। যার ফলস্বরূপ নারী ফুটবলের প্রতি দর্শক ও ভক্তসংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।