এশিয়া কাপ
ভারত-পাকিস্তান হ্যান্ডশেক কাণ্ডে নতুন মোড়

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হয়েছে প্রায় সপ্তাহ খানেক হতে চলল। কিন্তু সেই ম্যাচের রেশ যেন এখনো কাটছে না। দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানোর বিতর্ক এবার নিয়েছে নতুন মোড়। এবার উল্টো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উপর অসন্তুষ্ট হওয়ার কথা জানাল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে পাঠানো হয়েছে ইমেইল।
পিসিবির বিরুদ্ধে ‘অশোভন আচরণ’ এবং খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নির্ধারিত এলাকার (পিএমওএ) বিষয়ে একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে আইসিসি।
এশিয়া কাপ সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ‘আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা পিসিবিকে চিঠি দিয়ে বলেছেন, ম্যাচের দিনে তারা বারবার পিএমওএ’র নিয়ম ভেঙেছেন। এ নিয়ে পিসিবিকে ই-মেইল করা হয়েছে।’
গত ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। পরে ম্যাচ শেষে হাত মেলানোর জন্য পাকিস্তান দল অপেক্ষা করলেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এ ঘটনায় পিসিবি ম্যাচ রেফারি পাইক্রফটকে দোষারোপ করে তার অপসারণের দাবি জানায় আইসিসির কাছে।
প্রথমে পিসিবির অভিযোগ আমলে নেয়নি আইসিসি। এরপর ম্যাচ বয়কটের হুমকি দেয় পাকিস্তান। এমনকি পরে খেলার দিনে নির্ধারিত সময়ে হোটেলও ছাড়েননি পাকিস্তানি ক্রিকেটাররা। ফলে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচ।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, পিসিবির সঙ্গে একমত হয়ে আইসিসি রাজি হয় যে ভারত-পাকিস্তান ম্যাচ-সংক্রান্ত বিরোধ মেটাতে পাইক্রফট টসের আগে পাকিস্তানের অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে দেখা করবেন।
বৈঠকে তাদের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানিকে সঙ্গে নিয়ে আসে পিসিবি। এসময় সঙ্গে মোবাইল ফোন থাকায় আইসিসির দুর্নীতিবিরোধী ম্যানেজার পিসিবির মিডিয়া ম্যানেজারকে ঢুকতে দেননি।
পিটিআই তাদের প্রতিবেদনে জানিয়েছে, তখন পিসিবি হুমকি দেয় যে মিডিয়া ম্যানেজারকে প্রবেশ করতে না দিলে তারা ম্যাচ থেকে সরে দাঁড়াবে। শেষ পর্যন্ত তারা জোর করে বৈঠকের ভিডিও (শব্দ ছাড়া) ধারণ করে, যা ছিল পিএমওএ নিয়মের একটি লঙ্ঘন।
পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ পিসিবির হ্যান্ডেলে আপলোড করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন।’
পাইক্রফট ‘ক্ষমা চেয়েছেন’ বলে পিসিবি যে শব্দ ব্যবহার করেছে, তাতেও আপত্তি আছে আইসিসির। সংস্থাটি বলেছে, পাইক্রফট শুধু একটি ভুল যোগাযোগের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।