বড় স্বপ্ন দেখা উচিত, সাইফের চোখ এখন ফাইনালে

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচে ৪৫ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হন ওপেনার সাইফ হাসান। জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি জানালেন, দল এক ধাপ এগিয়েছে, এবার সময় বড় স্বপ্ন দেখার। ফাইনাল খেলার বিশ্বাস নিয়েই তারা আমিরাত গেছেন।
এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্যটা যে ফাইনাল খেলা তা আরো একবার মনে করিয়ে দিলেন সাইফ। তিনি বলেন, ‘অবশ্যই। এখানে আসার আগে থেকেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। আমরা এক ধাপ এগিয়েছি। এখনো দুটি ম্যাচ বাকি আছে। আমাদের পরবর্তী লক্ষ্য পরের ম্যাচ।’
এশিয়া কাপে গ্রুপ পর্বে সুপার ফোরে উঠতে আফগানিস্তোনের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের ওপর নির্ভর করতে হয়েছে বাংলাদেশকে। সুপার ফোরের প্রথম ম্যাচে এসেই লঙ্কানদের হারিয়ে দিল টাইগাররা।
এই জয় বাংলাদেশের ফাইনালে যাওয়ার পথটাকে সহজ করেছে। সাইফ মনে করেন, এখন বড় স্বপ্ন দেখার সাহস সময়। তিনি বলেন, ‘অবশ্যই, বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে এবং আমাদের পুরো মনোযোগ এখন সেই ম্যাচেই থাকবে। পরেরটা পরে দেখা যাবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক ছিলেন পেসার মুস্তাফিজুর রহমানও। শেষ ওভারের আগেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। তার প্রশংসায়ও মুখর সাইফ হাসান। তিনি বলেন, ‘ফিজ ভাইয়ের বোলিং তো সব সময়ই অসাধারণ। উনি গত কয়েক মাস ধরেই খুব ভালো ছন্দে আছেন। আজকের ম্যাচেও উনি কম রান দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। উনি একজন বিশ্বমানের বোলার এবং এই ধরনের পরিস্থিতিতে খেলাটা তার জন্য অনেক সহজ।’
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ঝুলিতে এখন দুই পয়েন্ট। ফাইনালে জায়গা করে নিতে হলে পরবর্তী দুটি ম্যাচের অন্তত একটি জিততে হবে লিটনদের। ভারতের বিপক্ষে ম্যাচ এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সাইফের কথায় দলের আত্মবিশ্বাসটা আরো একবার ফুটে উঠেছে।
লিটনরা তাদের লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। তবে প্রতিবারই শিরোপার খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে টাইগারদের। এবার সুপার ফোরে দুর্দান্ত শুরু করার পর আরও একটি ফাইনালের কাছাকাছি লিটনরা।