এশিয়া কাপ
ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বড় চমক উপহার দেওয়ার বিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ভারতকে হারিয়ে ফাইনালের পথটা সহজ করা। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
টি-টোয়েন্টি সংস্করণে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশের জন্য লড়াই করাটা বেশ কঠিন হবে, তবে অসম্ভব কিছু নয়। ভারতের বিপক্ষে জয়ের জন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই পারফর্ম করতে হবে বাংলাদেশকে।
জয়ের ধারা ধরে রাখতে সর্বশেষ ম্যাচের একাদশে হয়তো একটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামতে পারে টাইগাররা।
টপ অর্ডার বা মিডল অর্ডারে সম্ভবত বাংলাদেশ আজ কোনো পরিবর্তন আনবে না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দ্রুত প্রথম উইকেট হারানোর পরও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেটের জুটিতে ধারাবাহিকভাবে ৫৯, ৫৪ ও ৪৫ রান তুলেছে টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটাররা মিলে। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের হাফ সেঞ্চুরির সঙ্গে বাকিরাও তাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করে গেছেন।
আজও ব্যাটিংয়ে ইনিংসের শুরুটা করতে পারেন তানজিদ হাসান ও সাইফ হাসান। টানা দুই ম্যাচে এই জায়গায় রান পেয়েছেন সাইফ। লঙ্কানদের বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। পাশাপাশি দুবাইয়ের ধীর গতির উইকেটে বোলিংয়েও সাইফকে ব্যবহার করতে পারবেন অধিনায়ক লিটন দাস।
তিন, চার ও পাঁচ নম্বর জায়গায় হয়তো পরিবর্তন আসবে না। তিনে নামবেন অধিনায়ক লিটন। চার ও পাঁচে থাকছেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। সর্বশেষ ম্যাচে হৃদয়ের ব্যাট থেকে এসছে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস। সাইফের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটিতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এরপর সাইফ আউট হলে ১৬ বলে ৩০ রানের মারমুখী ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন। মিডল অর্ডারে আজও তার ওপরই ভরসা করবে বাংলাদেশ।
ছয়ে নামতে দেখা যেতে পারে জাকের আলীকে। গত ম্যাচের আগে তার অ্যাপ্রোচ ও দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত দলে তাকে দেখা যায়। শেষদিকে ৪ বলে ৯ রানের ইনিংস খেলেন তিনি। এই ম্যাচেও হয়তো থাকছেন এই ব্যাটার।
দুবাইয়ের ধীরগতির উইকেটে বাংলাদেশের প্রধান অস্ত্র হচ্ছে মুস্তাফিজুর রহমান ও স্পিনাররা। সেই হিসেবে শেখ মেহেদির সঙ্গে নাসুম আহমেদ অথবা রিশাদ হোসেনকে খেলানো হতে পারে। লঙ্কানদের বিপক্ষে ধীরগতির উইকেটকে কাজে লাগিয়ে দারুণ বল করেছিলেন মেহেদি ও মুস্তাফিজ। দুজনে মিলে ৮ ওভারে মাত্র ৪৫ রান দিয়ে নিয়েছিলেন ৫টি উইকেট।
পেস আক্রমণে দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে। গত ম্যাচের একাদশে থাকা শরিফুল ইসলামের পরিবর্তে এই ম্যাচে দলে জায়গা পেতে পারেন তানজিম হাসান সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুল দিয়েছিলেন ৪৯ রান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।