এশিয়া কাপ
ভারতের কাছে হেরে বাংলাদেশের সামনে এখন কোন সমীকরণ?

এশিয়া কাপের সুপার ফোরে বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৪১ রানে। দুই ম্যাচ শেষে একটি করে জয় ও হারে বাংলাদেশ এখন গ্রুপের তিন নম্বরে। দুই জয়ে শীর্ষে ভারত। ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। বাংলাদেশ আবারও পড়েছে বাঁচা-মরার বৃত্তে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে উঠতে হলে যে ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ও পাকিস্তান, সুপার ফোরে দুদলই একটি করে ম্যাচ জিতেছে। এই দুদলের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। রানরেটে এগিয়ে পাকিস্তান আছে পয়েন্ট টেবিলের দুইয়ে।
বাংলাদেশের জন্য সমীকরণ তাই সহজ। জিততে হবে ম্যাচ। হারলে কোনো সমীকরণ নেই, ধরতে হবে বাড়ির পথ। জিতলে ২৮ সেপ্টেম্বরের ফাইনালে মোকাবিলা করবে ভারতের।
ভারতের বিপক্ষে হারের পর অধিনায়ক জাকের আলী বলেন, ‘এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আগামীকাল (আজ) আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমাদের মাথায় রাখতে হবে, আমরা ম্যাচ জিতলে ফাইনাল খেলতে পারব।’
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ভারত তুলেছিল ১৬৮ রান। জবাব দিতে নেমে ৩ বল বাকি থাকতে সবগুলো উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে বাংলাদেশ। ভারতের জয় ৪১ রানে। টাইগারদের হয়ে লড়াইটা করেছিলেন কেবল সাইফ হাসান। সাইফ-ইমন বাদে বাকি ৯ ব্যাটার দুই অঙ্কই ছুঁতে পারেনি।