বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখবেন যেভাবে

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই হয়ে উঠেছে অলিখিত এক সেমিফাইনাল। দুই দলেরই লক্ষ্য একটাই—জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেওয়া। এমন গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে দেশের ক্রিকেট ভক্তদের আগ্রহ তুঙ্গে। মাঠে থাকা দর্শকদের বাইরে এই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতে টিভি পর্দায় অথবা অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে চোখ রাখবেন ভক্ত-সমর্থকরা।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।
খেলাটি দেখতে বাংলাদেশের বেশিরভাগ দর্শকই চোখ রাখবেন টিভিতে বা অনলাইন প্ল্যাটফর্মে। এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি টিভিতে সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়া, সনি লিভে দেখা যাবে ম্যাচ। অনলাইনে দর্শকরা খেলা দেখতে পারবেন ট্যাপম্যাড অ্যাপে ও টফিতে।
টি-টোয়েন্টি সংস্করণে দুদলের ২৫ বারের দেখায় বাংলাদেশের পাঁচ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ২০টি। তবে পরিসংখ্যানকে পেছনে রেখে আজ বাংলাদেশ জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে। কেননা সম্প্রতি এশিয়া কাপ শুরুর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। লিটনরা তাই আজ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে।