বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেটে এশিয়ায় বাংলাদেশ-পাকিস্তান লড়াইটা বেশ জমে ওঠেছে। দুই দলের এই ক্রিকেট দ্বৈরথ ২২ গজে সীমানা ছাড়িয়ে গ্যালারিতেও দেখা যায়। শক্তি-সামর্থেও দুই দলের অবস্থান কাছাকাছি। সেই দ্বৈরথ দেখা যাবে আজ আবারও। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও স্টার স্পোর্টসে। অনলাইনে ট্যাপম্যাড অ্যাপে।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলের অবস্থানই অনেকটা কাছাকাছি। দুই দলই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাছাইপর্ব খেলে। যেখানে বাংলাদেশ ছিল গ্রুপে রানার্সআপ আর পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন।
বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি পরিসংখ্যানেও দুই দলের অবস্থান কাছাকাছি। এখন পর্যন্ত মোট ১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশের জয় ৭টি ম্যাচে। পাকিস্তান জিতেছে ৮টি ম্যাচ আর বাকি একটি ম্যাচ টাই হয়েছে।
দুই দলের সর্বশেষ দেখায় অবশ্য জয়টা পাকিস্তানেরই। বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় অবশ্য বাংলাদেশের জয়ের সংখ্যাই বেশি। তিনটিতে জিতেছে বাংলাদেশ আর দুটিতে জয় পাকিস্তানের।
তবে ২০২২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল। সেই দলটি ছিল পাকিস্তান। এবারও এই ম্যাচের দিকেই বেশি নজর বলে জানিয়েছেন টাইগ্রেস ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। আইসিসি ডিজিটালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘(পাকিস্তানের বিপক্ষে) আগের সাফল্যের স্মৃতি অবশ্যই ইতিবাচক তাড়না ও প্রেরণা জোগায়। সেখান থেকে আত্মবিশ্বাস মেলে।’
বাংলাদেশের প্রস্তুতি নিয়ে অবশ্য একটা প্রশ্ন থেকেই যায়। চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ের পরে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। যে কারণে অনূর্ধ্ব-১৫ ছেলেদের সঙ্গে ম্যাচ খেলেই প্রস্তুতি নিতে হয়েছে।
মূল লড়াইয়ে মাঠে নামার আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। যেখানে স্বাগতিক শ্রীলঙ্কাকে এক রানে হারিয়েছিল বাংলাদেশ।
ছেলেদের ক্রিকেটের মতো নারী ক্রিকেটেও বাংলাদেশের আক্ষেপের নাম ওই ব্যাটিং ব্যর্থতা। বিশ্বকাপের বড় মঞ্চে জয় পেতে হলে সেই ব্যর্থতার বৃত্ত থেকে বেড়িয়ে আসতে হবে। বাংলাদেশের ব্যাটিংয়ে বড় সমস্যা দেখা যায় মিডল অর্ডারে। তাই দায়িত্ব নিতে হবে এ জায়গাটিতে।
গত কয়েকটি সিরিজে বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও টপঅর্ডার ব্যাটার শারমিন সুপ্তা। পাকিস্তানের বিপক্ষে ব্যাটহাতে এই দুজনের ওপর বাড়তি নজর থাকবে। বোলিংয়ে নাহিদা আক্তার কিংবা ফাহিমা খাতুন স্পিন ভেলকি দেখাতে পারেন।