আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের আসরে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালের টিকিট কেটেছিল তারা। নিজেদের মহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে তারাই ফেভারিট ছিল। কিন্তু এদিন মেসির উত্তরসূরীদের হারিয়ে দিল মেসিভক্ত এক ফুটবলার। ইয়াসির জাবিরির জোড়া গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে মরক্কো।
আজ সোমবার (২০ অক্টোবর) চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো। টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপার জিতল আফ্রিকার দেশটি। দুটি গোলই করেছেন ইয়াসির জাবিরি।
এদিন ম্যাচের দুটি গোলই এসেছে প্রথমার্ধে। ম্যাচের শুরুতেই আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিয়াগো বারবি বক্সের বাইরে ফাউল করেন জাবিরিকে। ভিএআর দেখে ফ্রি কিক পায় মরক্কো আর আর্জেন্টাইন গোলরক্ষক দেখেন হলুদ কার্ড।
সেখোন থেকেই ম্যাচের ১২তম মিনিটে বক্সের একদম সামনে থেকে বাঁ পায়ের জোরালো শটে পোস্টের বাম কোণা দিয়ে বল জালে জড়ান জাবিরি। আর্জেন্টিনার গোলরক্ষক একই পাশে দাঁড়িয়ে থাকলেও তা ধরতে পারেননি।
এরপর দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের ২৯ মিনিটে। ওথমান মাম্মার সহায়তায় দারুণ এক গোল করে এবার ব্যবধান দ্বিগুণ করেন জাবিরি।
ম্যাচেজুড়ে বল দখল এবং আক্রমণের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। বিশেষ করে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর খেলায় ফিরতে তারা মরিয়া হয়ে ওঠে। কিন্তু মরক্কোর ডিফেন্ডারদের পরাস্ত করে গোলের দেখা পায়নি তারা। ম্যাচজুড়ে ৭৬ শতাংশ বল দখলে রেখে ২০ টি নেয় তারা, কিন্তু লক্ষ্যে রাখতে পেরেছে তিনটি।
বিপরীতে মরক্কো ৮টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে। প্রথমার্ধে মরক্কোনরা বেশ চাপে রাখে আর্জেন্টাইনদের এবং সেখান থেকেই দুইট গোল আদায় করে। মাত্র ২৪ শতাংশ বল দখলে রাখা মরক্কোর নজর ছিল মূলত পাল্টা আক্রমণের দিকেই। আর সেটিই কাজে লাগিয়েই তারা সফল।
ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়ল আফ্রিকার দেশ মরক্কো। বিশ্ব ফুটবলও বিশ্ব পেয়ে গেল আরেক তরুণ তারকা ইয়াসির জাবিরিকে। তবে আশরাফ হাকিম, হাকিশ জিয়েশদের উত্তরসূরী এই ফুটবলার লিওনেল মেসির ভক্ত।
সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের টানেলের প্রবেশমুখে দাঁড়িয়ে এক সাংবাদিক জাবিরিকে তার প্রিয় খেলোযাড়দের নাম জিজ্ঞেসা করলে বারবারই তার মুখ থেকে উত্তর এসেছে মেসির নাম। আর আজ সেই মেসির দেশ আর্জেন্টিনার যুবাদের স্বপ্নভঙ্গ হলো জাবিরির জোড়া গোলেই।