একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
 
ওয়ানডেতে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে ওয়ানডের ব্যাটিংয়ের ধারবাহিকতা ধরে রাখতে পারেনি তাওহিদ হৃদয়-জাকের আলী-লিটন দাসরা। ব্যাটিং ব্যর্থতায় প্রথম দুই দুই ম্যাচ জিতে সিরিজ হারানো বাংলাদেশের সামনে আজ লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। এমন লক্ষ্যে একাদশে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। টস শেষে জানান একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
ব্যাটিং ইউনিটে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই ম্যাচের ব্যর্থতার পরে জায়গা হারিয়েছেন তাওহিদ হৃদয়। তার পরিবর্তে সিরিজে প্রথমবার একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। শামীম পাটোয়ারীকেও বিশ্রাম দেওয়া হয়েছে। আবারও একাদশে এসেছেন নুরুল হাসান সোহান।
বোলিং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে। তাদের পরিবর্তে একাদশে এসেছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার শেখ মেহেদি। এ দুজন সিরিজে প্রথমবার একাদশে সুযোগ পেলেন।
ব্যাটারদের ব্যর্থতার পরে জোরেসোরেই সমালোচনা ওঠেছিল। অধিনায়ক লিটন দাসও ব্যাটারদের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন। দ্বিতীয় ম্যাচ শেষে ওপেনার তানজিদ হাসান তামিম বলেছিলেন, ‘আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে আরও ডট বল কম খেলে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা ব্যাটাররা ধারাবাহিকভাবে ক্লিক করতে পারছি না। এটার সমাধান খুঁজে বের করতে হবে।’ অধিনায়ক লিটনও একই সুরে কথা বলেছেন।
পরিসংখ্যানের পিছিয়ে থেকেই মাঠে নামছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২১ ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজ ১১টিতে, আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
