ঘোরাঘুরি
ঐতিহ্যবাহী প্রতিমা শোভাযাত্রা, খরচ ৭০০ টাকা

৩৬০ আউলিয়া, শ্রীচৈতন্য, রাজা গৌরগোবিন্দ, হাসন রাজা, রাধারমণ আর শাহ আবদুল করিমের ছোঁয়াপ্রাপ্ত শহর সিলেট। সাম্প্রদায়িক সম্প্রীতির শহর সিলেট। এখানে প্রতিটি আয়োজন ধর্ম-বর্ণ মিলেমিশে একত্রে পালন করে। ঠিক তেমনি একটি আয়োজন সরস্বতী পূজার পরের দিন প্রতিমা শোভাযাত্রা বের করা। প্রায় শতবর্ষ হতে চলল এই আয়োজনের। বাংলাদেশের মধ্যে সিলেটই একমাত্র, যেখানে প্রতিবছর সরস্বতী পূজা উপলক্ষে শোভাযাত্রা বের হয়। সেখানে সব ধর্মের মানুষ রাস্তায় দাঁড়িয়ে শোভাযাত্রা দেখে। বাঙালির যেকোনোন উৎসব সিলেটের মানুষও সমান উৎসাহে পালন করে। আপনি চাইলে ঘুরে আসতে পারেন। সিলেট শহরে দেখে আসতে পারেন প্রতিমা শোভাযাত্রা। আর খরচের কথা ভাবছেন, মাত্র ৭০০ টাকা।
সরস্বতী পূজা
সরস্বতী হলেন জ্ঞান, সংগীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। তিনি সরস্বতী-লক্ষ্মী-পার্বতী এই ত্রিদেবীর অন্যতম। এই ত্রিদেবীর কাজ হলো ব্রহ্মা, বিষ্ণু ও শিবকে যথাক্রমে জগৎ সৃষ্টি, পালন ও ধ্বংস করতে সাহায্য করা। সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত তিনি হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী। সনাতন ধর্মাবলম্বীরা বসন্ত পঞ্চমী (মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথি) তিথিতে সরস্বতী পূজা করে। এই দিন ছোট ছোট ছেলেমেয়েদের হাতেখড়ি হয়। বৌদ্ধ এবং পশ্চিম ও মধ্য ভারতে জৈনরাও সরস্বতীর পূজা করেন। জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী হিসেবে ভারতের বাইরে জাপান, ভিয়েতনাম, বালি (ইন্দোনেশিয়া) ও মিয়ানমারেও সরস্বতী পূজার চল আছে। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে এ দেবীর পূজার আয়োজন করা হয়। তিথিটি পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। পঞ্চমীর দিন ভোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের ঘরে ও সার্বজনীন পূজামণ্ডপে দেবীর পূজা হয়।
যা দেখবেন
সরস্বতী পূজার পরের দিন সূর্যদেবের বিদায়ের পর সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনী ঘাট মোড়ে জমা হতে থাকে শহরের বিভিন্ন প্রান্তে হওয়া পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসা। নানারূপে দেবীকে সাজিয়ে আনেন পূজারিরা। চারদিকের ঢাকের আওয়াজ সঙ্গে ধূপকাঠির গন্ধ আপনাকে মোহিত করবে। সব ধর্ম, বর্ণ, গোত্রের সবাই মিলেমিশে একত্রে অংশগ্রহণ করে। রাস্তার পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অবলোকন করে দেবী মূর্তি। প্রতিমা শোভাযাত্রায় মূলত বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,সংঘের পূজারিরা অংশ গ্রহণ করে। প্রতিবছর দুই শতাধিক সংঘ অংশগ্রহণ করে প্রতিমা শোভাযাত্রায়। সড়কজুড়ে চলে শিক্ষার্থীদের মঙ্গল আরতি ঢাকের তালে তালে।
যাবেন কীভাবে
প্রতিমা শোভাযাত্রা দেখতে হলে বাস/ট্রেনে করে যেতে হবে। সিলেটে ভাড়া নেবে ৩৫০ থেকে এক হাজার ২০০ টাকা। এর পর আপনাকে যেতে হবে সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনী ঘাট মোড়ে। সেখান থেকে সন্ধ্যার পর বের হয় প্রতিমা শোভাযাত্রা।