বিভিন্ন দেশের ফুটপাত ব্যবহার

হাঁটার জন্যই ফুটপাত। ঢাকার রাস্তায় দ্রুতগামী বাইকের জন্য মাঝে মাঝে ফুটপাত ধরে হাঁটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তবে যাদের ঘোরাঘুরির শখ রয়েছে তারা কিছু দেশের ফুটপাতে হাঁটার নিয়মকানুন জেনে রাখতে পারেন। রিডার্স ডাইজেস্টের দেওয়া এসব জ্ঞান কাজে লেগেও যেতে পারে
ব্যাংকক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ফুটপাতে হাঁটার সময় আপনাকে প্রায়ই হাত-পা নাড়াতে হবে। কারণ এই শহরে স্কুটার এবং বাইকের সংখ্যা প্রচুর এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যাওয়ার চেষ্টা করে। আপনি যদি হাত-পা নাড়িয়ে নিজের উপস্থিতি জানান না দেন, তাহলে হয়তো আপনার গায়েই উঠে যাবে মোটরসাইকেল। রাস্তা পার হওয়ার সময়ও হাত নেড়ে ড্রাইভারদের আস্তে চালানোর ইশারা দিন, এতে নিজেই নিরাপদে থাকবেন।
রোম
ইতালির রাজধানী রোম। এই শহরের ফুটপাতে ধীরস্থিরভাবে হেঁটে যাওয়াতেই মঙ্গল। হাঁটার সময় চোখ কান খোলা রাখবেন কারণ কোনো গাড়ির সামনে পড়লে ড্রাইভার ব্রেক কষবেন ঠিকই কিন্তু হর্ন বাজিয়ে আপনার কানের বারোটা বাজিয়ে দেবেন। তাই চেষ্টা করুন এদের সামনে না পড়ার। অপেক্ষা করুন, ধীরে সুস্থে রাস্তা পার হোন।
নিউইয়র্ক
নিউইয়র্কারদের নাকি নানা বদভ্যাস রয়েছে। রাস্তায় চলার সময় সেগুলো আরো প্রকট হয়। রাস্তার বাতি না দেখেই ব্যস্ত রাস্তা পার হতে অভ্যস্ত তারা। ট্র্যাফিক বাতির চেয়ে বরং ড্রাইভারদের চোখের দিকে তাকিয়ে রাস্তা পার হওয়াই ভালো। তাতে গাড়ি থেমে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ নিউইয়র্কের ড্রাইভাররাও এভাবে গাড়ি চালিয়ে অভ্যস্ত।
ভিয়েতনাম
ভিয়েতনামের রাস্তায় হাঁটতে গেলে আপনার মনে হবে আশপাশের সব বাইকাররা যেন আপনার সাথে পাল্লা দিতেই রাস্তায় নেমেছে। তাই তাদের সঙ্গে তাল মিলিয়ে চলুন। হঠাৎ করে থেমে যাবেন না, তাহলে চাপা খাবার ঝুঁকি আছে। বাইকারদের রাস্তা ছেড়ে দেওয়াটাই নিজের জন্য মঙ্গলজনক।
যুক্তরাজ্য
যুক্তরাজ্যের মানুষজন ট্র্যাফিক সিগন্যাল মেনে চলেন ঠিকমতো। তারপরও শুধু ট্রাফিক সিগন্যালের ওপর ভরসা করে রাস্তায় চলবেন না। কারণ যুক্তরাজ্যের ফুটপাতে সাইক্লিস্টদের সংখ্যা অনেক বেশি। ওয়ান ওয়ে রাস্তা পার হওয়ার সময়ও রাস্তার দুই পাশেই চোখ বুলিয়ে নিন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন।
জার্মানি
জার্মানির লোকজনের রাস্তার মাঝখান দিয়ে হাঁটার বদভ্যাস নেই। তাঁরা তাঁদের জন্য নির্ধারিত ফুটপাত ধরেই হাঁটেন। তাঁদের রাস্তায় অযাচিত কেউ বাইক বা সাইকেল নিয়ে উঠে পড়ে না। ফুটপাত ছেড়ে হাঁটলে পুলিশ নাকি জরিমানা করতে একটুও দেরি করে না। তাই সাধারণত নিয়মের হেরফের হয় না জার্মানিতে।