সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের ভূতুড়ে গল্প
সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক ভারতের মুম্বাইয়ে অবস্থিত। শহরের আকর্ষণীয় কেন্দ্রগুলোর মধ্যে এটি একটি। পর্যটকরা পায়ে হেঁটে বা ভাড়া করা সাইকেলে করে এই পার্কটি ঘুরে থাকেন। প্রতিদিন প্রকৃতি প্রেমীদের ভিড় হয় এখানে।
পাখি প্রেমীদের জন্যও সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক একটি দুর্দান্ত জায়গা। দর্শনার্থীরা প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে পারেন। এই পার্ক ঘিরে একটি ভুতুড়ে গল্পও রয়েছে। এখানকার স্থানীয়দের মতে, তারা অলৌকিক ক্রিয়াকলাপ দেখে। এমনকি স্বচক্ষে ভূত দেখেছে বলেও দাবি করেন তারা। তাদের মতে, একজন মহিলা নাকি রাতের বেলা কোথাও থেকে এসে হাজির হয়। এরপর সবার কাছে লিফট চায়।
আপনি যদি হন্টেড প্লেসের সন্ধানে থাকেন, তবে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কটি ঘুরে আসতে পারেন। রাতের বেলা এই পার্ক আপনাকে ভুতুড়ে অভিজ্ঞতা দেবে। এখানে ঘুরতে গেছেন এমন কাউকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলেন যে, একজন ভদ্রমহিলার সাথে তাদের মুখোমুখি হওয়ার কথা। যে প্রায়ই দর্শনার্থীদের গাড়ি চালানো বন্ধ করার চেষ্টা করেন। গাড়ি না থামালে সে তাদের নানা ভাবে ভয় দেখাতে থাকে।
সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে কিছু কুঁড়েঘর আছে। সেখানে বসবাসকারী লোকেরা অন্ধকারে বাইরে বের হতে সাহস পায় না। তারা এই ভূতটিকে যে কোনো চিতাবাঘ বা বন্য প্রাণীর চেয়ে বেশি ভয় পায়। কেউ কেউ দাবি করেন যে, তারা প্রায় অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পান। রাতের বেলা এখান থেকে হেঁটে গেলে মনে হয় যেন কেউ একজন অনুসরণ করছেন। আশেপাশের স্থানীয়রা, রাতের চেয়ে দিনের বেলা এই জায়গাটিতে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া