অগ্নিকাণ্ডে পুড়ল সীমান্তবর্তী ছোট হরিণা বাজারের একাংশ
মধ্যরাতের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে রাঙামাটির ভারতীয় সীমান্তবর্তী বরকল উপজেলার ছোট হরিণা বাজারের একাংশ।
গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে সকাল সাড়ে ৯টা অবধি জ্বলা নিয়ন্ত্রণহীন অগ্নিকাণ্ডে পুড়েছে বাজারের অন্তত ৩১টি দোকান। স্থানীয়ভাবে কিংবা আশপাশের কোথাও আগুন নেভানোর কোনো ব্যবস্থা কিংবা ফায়ার সার্ভিস না থাকায় বাজার ও সংলগ্ন এলাকায় বসবাসকারীদের ব্যক্তিগত উদ্যোগ আর বিজিবির সদস্যদের চেষ্টাতেই প্রায় আট ঘণ্টা পর পুরো নিয়ন্ত্রণে আসে আগুন।
ছোট হরিণা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মান্নান জানিয়েছেন, রাত ১টার কিছু পর বাজারের একটি বেকারির সামনে থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে যায়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। উপজেলায় আগুন নির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। সকাল সাড়ে ৯টা অবধি জ্বেলেছে এ আগুন। অগ্নিকাণ্ডে বাজারের একমাত্র মসজিদটিও পুড়ে যায় বলে জানিয়েছেন তিনি।
আগুন নেভানোর জন্য বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান তাঁর ফোর্সদের নিয়ে সর্বাত্মকভাবে কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ছোট হরিণা বাজারের ৩১টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে একটি বেকারি কিংবা সংলগ্ন এলাকায় সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তদন্ত শেষে নিশ্চিত বলা যাবে। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।